Zubeen Garg : 'ওঁর স্বপ্নের প্রোজেক্ট', জুবিন গর্গের শেষ ছবির শ্যুটিংয়ে স্ত্রী-বোন; আবেগঘন মুহূর্ত
Assam News: সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন জুবিন। গত ১৯ সেপ্টেম্বর সেখানে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তাঁর।

গুয়াহাটি : জুবিন গর্গের শেষ ছবি 'রই রই বিনালে'। যাকে কেন্দ্র করে আবেগঘন মুহূর্ত দেখা গেল গুয়াহাটির বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ, তাঁর বোন পালমে বরঠাকুর ও পরিবারের আরও কিছু সদস্য। প্রয়াত গায়কের ব্যক্তিগত প্রোজেক্ট এই ছবিটি। যার আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা।
এ প্রসঙ্গে সাংবাদিকদের গরিমা বলেন, "Roi Roi Binale'-র কিছু শেষ দৃশ্যের শ্যুটিংয়ের জন্য আমরা সেটে এসেছি। এটা ছিল জুবিনের স্বপ্নের প্রোজেক্ট। এডিটিংয়ের সময় আমরা লক্ষ্য করি, আরও কয়েকটি সিক্যুয়েন্সের প্রয়োজন রয়েছে এখানে। জুবিনের সিঙ্গাপুর সফর থেকে ফিরে আসার পর ছবিটির শ্যুটিং শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। আমরা এখন তাঁর ইচ্ছামতো শেষ করছি। জুবিন বলেছিলেন যে এই ছবিটি ৩১ অক্টোবর মুক্তি পাবে, তাই আমরা তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।"
সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন জুবিন। গত ১৯ সেপ্টেম্বর সেখানে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। এই পরিস্থিতিতে 'Roi Roi Binale' ছবির পরিচালক রাজেশ ভুঁইঞা সাংবাদিকদের বলেন, জুবিন গর্গের নিজের গলাতেই ডাবিং করা হবে। এক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রয়াত গায়কের কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করা হয়েছে।
রাজেশ ভুঁইঞা বলেন, "আমরা গত তিন বছর ধরে এই সিনেমাটিতে কাজ করছিলাম। সিনেমাটির গল্প এবং সঙ্গীত পরিচালনা করেছেন জুবিন গর্গ... এটি প্রথম মিউজিক্যাল অসমীয়া সিনেমা... আমরা সিনেমাটির প্রায় সব কাজ শেষ করে ফেলেছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া... জুবিন গর্গ চেয়েছিলেন এই সিনেমাটি ৩১ অক্টোবর মুক্তি পাক, তাই আমরা একই তারিখে এর মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, শুধু অসমে নয়, সারা দেশে... জুবিন গর্গের কণ্ঠস্বর প্রায় ৮০-৯০% স্পষ্ট, কারণ আমরা এটি ল্যাপেল মাইক ব্যবহার করে রেকর্ড করেছি। তাই আমরা কেবল তাঁর আসল কণ্ঠস্বর ব্যবহার করব।"
প্রসঙ্গত, জুবিন গর্গের মৃত্যুতে একের পর এক বিস্ফোরক দাবি সামনে আসছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, জুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী নাকি পুলিশের কাছে দাবি করেছেন, সিঙ্গাপুরে বিষপ্রয়োগ করা হয়েছিল গায়কের উপর, আর তার জেরেই নাকি মৃত্যু হয়েছে গায়কের। আরও এক চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। জুবিন গর্গের আরেক ব্যান্ডমেট পার্থপ্রতিম গোস্বামী জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং সহকর্মী শেখর জ্যোতি গোস্বামীর দিকে অবহেলা এবং অসাবধানতার অভিযোগ তুললেন। তাঁর দাবি, জুবিন গর্গের খিঁচুনি সমস্যা আছে জানা সত্ত্বেও, তাঁরা সারা রাত মদ্যপান করেন। পার্টি করেন। তাঁরাই গায়ককে ঘুমাতে দেননি। তারপরে তাদের সাঁতার কাটতে গিয়ে বিপত্তি ঘটে। পার্থ প্রতিম গোস্বামীর মতে, সিদ্ধার্থ এবং শেখরই জুবিনকে বিশ্রাম নিতে দেননি। তাঁদের আনন্দ-ফূর্তির বলি হয়েছেন জুবিন। এই ভুলকে ক্ষমার অযোগ্য বলছেন পার্থ।























