কলকাতা : আপনি যখনই কোনও পণ্য কেনেন, ব্যবসায়ী সেই পণ্যের উপর তাঁর লাভ ধরে রাখেন। অর্থাৎ কমবেশি সব সামগ্রী বিক্রি করেই লাভ করেন ব্যবসায়ীরা (Businessmen)। সেটা যে কোনও কিছুর দোকানই হোক না কেন। এমনই গল্প রয়েছে মোবাইল বিক্রির ক্ষেত্রেও। 


মোবাইল ফোনের (Mobile Phone) একজন দোকানদার যখন একটি মোবাইল বিক্রি করেন, তখন তিনি তা থেকে লাভের পরিমাণটাও ধরে নেন। একজন ক্রেতা হিসাবে আপনি হয়তো মনে করবেন, যেহেতু আপনাকে অনেকটা টাকা দিয়ে মোবাইলটি কিনতে হচ্ছে, তাই ব্যবসায়ী ভালই লাভ রেখেছেন তাতে। কিন্তু, এটা সবক্ষেত্রেই কি ঠিক ? মানে একটা কম দামের মোবাইল বিক্রি করে একজন ব্যবসায়ী যত টাকা লাভ করেন, বেশি দামের মোবাইলেও লাভের সেই হারটা থাকে ? মানে, লাভের কতটা তারতম্য থাকতে পারে ? চলুন আজ জানার চেষ্টা করি যে যখন মোবাইল বিক্রেতা একটি ফোন বিক্রি করেন, তখন কত টাকা এবং কী হিসাবে লাভ হয়...


কীসের উপর নির্ভার করে মোবাইল বিক্রেতার লাভ ?


আসলে, যে কোনও মোবাইল বিক্রেতার উপার্জন অনেক কিছুর উপর নির্ভর করে। একটি মোবাইল বিক্রি থেকে প্রাপ্ত কমিশন সেই মোবাইলের কোম্পানি, তার মডেল এবং দোকানের ধরনের উপর নির্ভর করে। কোনও ব্যবসায়ী যদি কোনও কোম্পানির এজেন্সি নেন, তাহলে তাঁর লাভের পরিমাণ ভিন্ন হতে পারে। একইভাবে, একজন ছোট ডিলারের ক্ষেত্রে লাভের পরিমাণ আরেক রকম হতে পারে। সেজন্য প্রতিটি ফোনের কেনাকাটা অনুযায়ী ঠিক করা হয় যে কত টাকা অবধি লাভ করা যাবে।


কত হয় লাভ ?


যে দোকানদারের কাছ থেকেই লাভের পরিমাণ সম্পর্কে জিজ্ঞাসা করা হোক না কেন, তাঁরা মূলত বলছেন, একটি ১০ হাজার টাকার ফোন বিক্রি করলে তা থেকে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত লাভ থাকে। তবে, ফোনের দাম বেশি হলে লাভ বাড়ে (Profit Increases on Price Rate)। সেই অনুযায়ী, কোনও ব্যবসায়ী যদি ২০ হাজার টাকার মূল্যের একটি ফোন বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত লাভ হতে পারে। অর্থাৎ, ৫ শতাংশ পর্যন্ত একজন দোকানদার লাভ রাখতে পারেন। তবে, ক্ষেত্রে বিশেষে তা ভিন্নও হতে পারে।


আরও পড়ুন ; জানেন কি ট্রেনের বাতানুকূল কামরায় কত টন এসি লাগে?