Viral News: ধোসা বিক্রি করে মাসে ৬ লাখ আয় ! দিতে হয় না ট্যাক্সও- ভাইরাল পোস্টে শোরগোল নেটপাড়ায়
Dosa Sellers Rs 6 Lakh Monthly Income: ভাইরাল পোস্টে কোপ্পারম লেখেন, 'আমার বাড়ির কাছে এক স্ট্রিট ফুড বিক্রেতা ধোসা বিক্রি করে দিনেই ২০ হাজার টাকা রোজগার করেন, অর্থাৎ মাসে তাঁর মোট আয় হয় ৬ লাখ টাকা।
Dosa Selling: এক্স হ্যান্ডলে নবীন কোপ্পারম নামের জনৈক নেটিজেনের একটি পোস্ট ঘিরে তুমুল শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। সেই পোস্টে (Viral News) স্পষ্ট উঠে আসে ভারতের উপার্জনের বৈষম্য এবং কর আরোপের বৈষম্যের চিত্র। সেই পোস্টে কোপ্পারম জানিয়েছিলেন তাঁর বাড়ির পাশে এক ধোসা বিক্রেতা (Dosa Vendor) দিনে প্রায় ২০ হাজার টাকা আয় করেন, অর্থাৎ মাসে তাঁর আয় হয় ৬ লক্ষ টাকা। সমস্ত খরচ বাদ দিলে তাঁর মুনাফা পড়ে থাকে ৩-৩.৫ লক্ষ টাকা প্রতি মাসে। কিন্তু তাঁকে কোনো কর দিতে হয় না।
কী লেখেন পোস্টে
সেই ভাইরাল পোস্টে কোপ্পারম লেখেন, 'আমার বাড়ির কাছে এক স্ট্রিট ফুড বিক্রেতা ধোসা বিক্রি করে দিনেই ২০ হাজার টাকা রোজগার করেন, অর্থাৎ মাসে তাঁর মোট আয় হয় ৬ লাখ টাকা। সমস্ত খরচ বাদ দিলে তাঁর হাতে মুনাফা পড়ে থাকে ৩-৩.৫ লাখ টাকা। কিন্তু এক টাকাও ট্যাক্স জমা দেন না তিনি।'
আর এই পোস্টেই মাসে ৬০ হাজার টাকা উপার্জনকারী চাকরিজীবী ব্যক্তিদের সঙ্গে উপার্জনের তুলনা চলে আসে এবং তা নিয়েই শোরগোল নেটপাড়ায়। কোপ্পারম তাঁর পোস্টে উল্লেখ করেন যে এই ধরনের কর্মীরা তাদের সারা বছরের প্রাপ্ত বেতনের প্রায় ১০ শতাংশ কর জমা করেন, আর সেখানে স্ট্রিট ফুড বিক্রেতার মত সেলফ এমপ্লয়েড ব্যক্তিরা কোনো ট্যাক্স দেন না বেশিরভাগ সময়েই। আর এই পোস্টে মূলত দেশের কর আরোপের নিয়মের বৈষম্য ফুটে ওঠে। আর একইসঙ্গে তিনি দৃষ্টি আকর্ষণ করেন বিভিন্ন কর্মক্ষেত্রের উপার্জনের বৈষম্য নিয়েও।
সমাজমাধ্যমে প্রতিক্রিয়া
কোপ্পারমের এই সমাজমাধ্যমের পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। পোস্টের কমেন্টে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতামত দিতে থাকেন। কেউ কেউ একইরকম সেলফ এমপ্লয়েড ব্যক্তি যেমন চিকিৎসক, আইনজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপার্জনের দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। তারাও অনেকক্ষেত্রে কর মুক্ত আয় করে থাকেন। কেউ কেউ লেখেন, 'ডাক্তার, উকিল, চা দোকানি, গ্যারাজ এবং ট্রেডারদের কী হবে ? এদের অনেকেই বিদেশ ভ্রমণে যান, প্রতি বছর নতুন নতুন গাড়ি বাইক ইত্যাদি কেনেন। কিন্তু কোনো ট্যাক্স দেন না, কীভাবে এবং কেন ?'
অনেকে আবার কমেন্টে লেখেন যে এই সমস্ত সেলফ এমপ্লয়েডরা অনেকক্ষেত্রেই চাকরিজীবীদের দেওয়া ট্যাক্সের অঙ্কের থেকেও বেশি পরিমাণ জিএসটি দিয়ে থাকেন। তাদের কর্পোরেট ইনসিওরেন্স নেই, তারা গাড়ি বাইক কিংবা বাড়ির জন্য ঋণ পান না, কোনো পিএফ নেই, নিশ্চিত আয় নেই..'।
আরও পড়ুন: Donald Trump: কোটি টাকা দিয়ে এক মহিলার চুল কিনতে চান ডোনাল্ড ট্রাম্প ! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো