কলকাতা: পরীক্ষা বলে কথা! তাও আবার ফিজিক্স পরীক্ষা! তালগোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকেই। আর ঠিক যেমন ভাবা তেমনটাই যেন হল। পরীক্ষাকেন্দ্রে গিয়ে উত্তর ভুলে সব উলটপালট। কিন্তু খাতা তো ভর্তি করতে হবে? অগত্যা হিন্দি গানের লাইন লিখে ফিজিক্স পরীক্ষার প্রশ্নের উত্তর দিলেন পরীক্ষার্থী।                                                                                     

  


সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক শিক্ষক একটি ভিডিও শেয়ার করেছেন স্টুডেন্টের এই কীর্তির কথা ফাঁস করে। এরপর সেই ভিডিওটি পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী আলি জাফর। কারণ? তাঁরই 'ঝুম' গানের লিরিক্স ফিজিক্স পরীক্ষার খাতায় লিখেছেন ওই পরীক্ষার্থী।                                                                      


টুইটারে ওই ভিডিওটি শেয়ার করে আলি জাফর লেখেন, এই ভিডিওটি হোয়াটসঅ্যাপে পোস্ট করা হয়েছে। আমি সমস্ত শিক্ষার্থীদের বলব আমার গানে কোনওভাবে পদার্থবিদ্যাকে (ফিজিক্স) খোঁজার চেষ্টা করবে না। যখন পড়াশুনো করবে তখন শিক্ষকরা যা শেখাচ্ছেন তা মন দিয়ে শেখার চেষ্টা করো।" 






আরও পড়ুন, হোটেল বুকিংয়ে গোয়াকে টক্কর দিল বারাণসী! বাড়ছে OYO রুমের চাহিদাও


সোশাল মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই ভিডিওটি পাকিস্তানের একটি পরীক্ষার্থীর। ভিডিওতে দেখা যাচ্ছে যে নিউটনের বিষয়ে আসা একটি প্রশ্নে এই হিন্দি গানের লাইন লিখেছেন শিক্ষার্থী। তবে শুধু গানের লাইন নয়, পড়ুয়া এও লিখেছেন যে এই প্রশ্নটি একদম বাজে একটি প্রশ্ন। সে অত্যন্ত আঘাত পেয়েছে এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসায়। সে এই পরীক্ষায় পাশ করতে আগ্রহীও নয়। প্রশ্ন উত্তর দিতে না পারার কারণও পরীক্ষার খাতাতে জানিয়ে দিয়েছে সে। এই চ্যাপ্টারটি পড়ার সময় সে ঘুমিয়ে ছিল ফলে শেখা হয়নি।                                                       


এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। একাধিক প্ল্যাটফর্মে শেয়ারও হয়েছে।