রায়পুর (ছত্তীসগঢ়): স্বয়ং সিদ্ধিদাতার (Lord Ganesha) আশীর্বাদ (blessings) নাকি? না হলে গণেশ চতুর্থীতে (ganesh chaturthi) এমন ঘটনা? ভিডিও ঘিরে হইচই নেটদুনিয়ায়। কী রয়েছে ভিডিও-য়? একটু খোলসা করা যাক।


ভাইরাল ভিডিওয় হইচই...
কোলে দুধের শিশু। সন্তানকে নিয়েই গুটি গুটি পায়ে 'তার' দিকে এগিয়ে এলেন তরুণী মা। সম্ভবত গণেশ চতুর্থী বলেই তরুণীর মনে এমন ভাবনা এসেছিল। শিশুকে কোলে নিয়ে মাথাটা ঝুঁকিয়ে দিলেন, ঠিক যে ভাবে ঈশ্বরের সামনে ভক্ত মাথা নত করেন। তার পরই অবাক কাণ্ড! দিব্যি শুঁড় (trunk) তুলে মা ও সন্তানের মাথায় রাখলেন 'তিনি', যেন আশীর্বাদ করছেন। গজরাজের (elephant) কাণ্ডকারখানায় হতবাক তার পাশে বসা মাহুত-ও। এমন তো আগে কখনও করেনি সে। তবে কি...?বিশ্বাস-অবিশ্বাস, যুক্তি-তর্কের সীমানা পেরিয়ে সেই খবর সুনামি এনেছে সোশ্যাল মিডিয়ায়। পুরো ঘটনার একটি ভিডিও ট্যুইটারে পোস্ট করেন ছত্তীসগঢ়ের সরকারের উচ্চপদস্থ পুলিশকর্তা দীপাংশু কাবরা। তার পর থেকে হইহই করে ভিউজ ও লাইক পড়েছে তাতে। তুঙ্গে আলোচনা ও জল্পনা। গণেশ চতুর্থীতেই কেন এমন করল সে? 


কী আলোচনা সোশ্যাল মিডিয়ায়...
গণেশ চতুর্থী থেকে দশ দিনের উৎসব পালন করেন হিন্দু ধর্মাবলম্বীদের বড় অংশ। হিন্দু পুরাণ অনুযায়ী, এই সময় সিদ্ধিদাতা গণেশের জন্ম উদযাপন করা হয়। হিন্দুদের এই দেবতা গজমুখী। স্বাভাবিক ভাবেই ভিডিওটি ট্যুইট হওয়ার পর থেকে নানা ধরনের জল্পনা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়। এক ট্যুইটারেট্টি যেমন ভিডিও-র নিচে লিখেছেন,  'গজরাজের আশীর্বাদ।' অন্য এক জনের আবার পর্যবেক্ষণ,'ভাল করে হাতিটিকে দেখুন। ও নিজের পা-টাও বাড়িয়ে দিচ্ছিল যাতে কিনা ভদ্রমহিলা ওর পদস্পর্শ করে। কিন্তু ভদ্রমহিলা সম্ভবত বোঝেননি।' এমনই হাজারো কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। তবে একটি বিষয় স্পষ্ট নয়। কোন জায়গায় ঘটনাটি ঘটেছে, সেটা এখনও জানা যায়নি। তাতে অবশ্য নেটিজেনদের উৎসাহে ভাঁটা পড়েনি। 
গণেশ চতুর্থীর উৎসবে এমন ঘটনা যে নিছক সমাপতন নয়, সে ব্যাপারে তাঁরা বেশিরভাগই নিশ্চিত। আর যাঁরা সে ভাবে বিষয়টি ব্যাখ্যা করছেন না, তাঁদের কাছে স্রেফ অনন্য মুহূর্ত হিসেবেই উপভোগ্য় হয়ে উঠেছে এই ভিডিও। 
সব মিলিয়ে গণেশ উৎসবে দুরন্ত 'জনপ্রিয়' এই ভিডিও। জল্পনা, আলোচনা সমানে চলছে নেটপাড়ায়।


আরও পড়ুন:ব্রিটিশরা দেশ ছাড়লেই সাদা পাঁঠা! ৯৪ বছরে পড়ল সেই পুজো