Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
শ্যামল চক্রবর্তীর মৃত্যুর ১ মাস পূর্ণ, শ্রমজীবী ক্যান্টিনে মানুষের হাতে খাবার তুলে দিয়ে বাবাকে স্মরণ মেয়ে ঊষসীর
মা-বাবার সঙ্গে ঊষসী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোটবেলায় বাবা শ্যামলের সঙ্গে ঊষসী।
আগামী ১২ সেপ্টেম্বর প্রয়াত শ্যামল চক্রবর্তীর স্মরণে একটি ফেসবুক-শ্রদ্ধাজ্ঞাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিজের মায়ের মৃত্যুর কথা লিখে ঊষসী লিখেছেন, 'এখন বড় হওয়ার পর ধীরে ধীরে বুঝতে পারি আমি বা বাবা , বিশেষ করে বাবা কোনওদিনই আমার মায়ের মৃত্যুর অভিঘাত হয়ত কাটিয়ে উঠতে পারিনি - সে আমার বাবা যতই ছোটবেলায় আমায় শেখান না কেন, আমরা কিন্তু পরস্পরকে প্রমিস করেছি আমরা কাঁদব না । বাইরে হয়তো উনি কোনওদিন কাঁদেন নি কিন্তু ভিতরে ভিতরে নিরন্তর পুড়েছেন অবিরত। এখন মনে হয় ওনার হঠাৎ শরীর ভেঙে পড়ার পিছনেও হয়ত এই অব্যক্ত শোক কাজ করেছে অহরহ। '
ফেসবুকে এই দিনের ছবি শেয়ার করে ঊষসী লিখেছেন, 'ভেবেছিলাম এ বছর ১৬ ই সেপ্টেম্বর আমার মায়ের মৃত্যুদিন পালন করব শ্রমজীবী ক্যান্টিনে আমি আর বাবা দুজনেই। তার বদলে কী পালন করলাম। অবিশ্বাস্য লাগে । '
শ্যামল চক্রবর্তীর মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়।
৬ই আগস্ট...করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন সিটু নেতা ও প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তী। রবিবার একমাস পূর্ণ হল শ্যামল চক্রবর্তীর মৃত্যুর। এইদিন সেই উপলক্ষ্যেই যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন থেকে প্রায় ৭০০-৭৫০ জনের হাতে তুলে দেওয়া হয় মধ্যহ্নভোজ। বহু দরিদ্র মানুষ এদিন খাবার নিতে আসেন এখান থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -