‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’-র ২৫ বছর পূর্ণ, এখনও মুখে মুখে ফেরে এই ছবির কিছু সংলাপ
দেশে-বিদেশে শাহরুখের অনুরাগীর সংখ্যা কোটি কোটি। তাঁদেরই একজন হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ। তিনি শাহরুখের সংলাপ ‘বড়ে বড়ে শহরোঁ মে ছোটি-ছোটি বাতে হোতি রহতি হ্যায়’ বলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘যা সিরমন জি লে আপনি জিন্দেগি।’
‘মেরি মা কহা করতি থি, জো শাদি বালে ঘর মে হাথ বঁটাতা হ্যায়, উসকো বহুত সুন্দর দুলহন মিলতি হ্যায়।’
‘কোই ভি উল্লু কা পটঠা সির্ফ এক অঙ্গুঠি পহনাকর তুমকো মুঝসে নেহি ছিন সকতা।’
‘আখির এক হিন্দুস্তানি হি হিন্দুস্তানি কে কাম আতা হ্যায়।’
‘ফেল হোনা অউর পড়াই না করনা, ইয়ে হমারি পরিবার কি পরম্পরা হ্যায়।’
এমনই একটি জনপ্রিয় সংলাপ হল, ‘ইটস ওকে স্যানেরিটা, বড়ে বড়ে শহরোঁ মে ছোটি-ছোটি বাতে হোতি রহতি হ্যায়।’
২৫ বছর পরেও এই ছবিটির কিছু সংলাপ এখনও মানুষের মুখে মুখে ফেরে।
শাহরুখ-কাজল সহ এই ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে আজকের দিনটির আলাদা গুরুত্ব রয়েছে।
বলিউডের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ছবি শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় ছবিটি। আজ ছবিটির ২৫ বছর পূর্ণ হল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -