১৪ বছর বয়সে হয়েছিল যৌন হেনস্থা, বিস্ফোরক আমির কন্যা
সহমতের ভিত্তিতে তাঁর অভিভাবকরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ায় গোটা বিষয়টা তাঁকে সেভাবে নাড়া দেয়নি ও সহজেই তিনি গোটা পরিবর্তনটার সঙ্গে মানিয়ে নিতে পেরেছিলেন বলেই জানিয়েছেন ইরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইনস্টাগ্রামে এক ভিডিওতে আমির ও রিনার বিচ্ছেদের ফলে তাঁর মধ্যে চলা একাধিক মানসিক দ্বন্দ্বের কথাও খোলাখুলি জনসমক্ষে রেখেছেন ইরা।
নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তুলে ঘটনাক্রম পিছনে ফেলে তিনি এগিয়ে যেতে পেরেছিলেন বলেও জানান ইরা।
যে ঘটনার পর হেনস্থাকারীর মনে একটা ভয় তৈরি হওয়ার বিষয়টা উপলব্ধি করেছিলেন তিনি। বুঝেছিলেন অনুশোচনায় ভুগতে শুরু করেছে সে।
ইরা জানিয়েছেন বাবা আমির খান ও মা রিনাকে মেইল করে গোটা ঘটনা জানান তিনি। তারপরই তারা মেয়েকে হেনস্থার হাত থেকে বাঁচান।
হেনস্থাকারীর পরিচয় প্রকাশ না করে ইরা বলেছেন, ’১৪ বছর বয়সে যৌন হেনস্থার মুখে পড়েছিলাম। কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতি ছিল, ইচ্ছাকৃতভাবে কিছু করা হচ্ছে নাকি অনিচ্ছাকৃত সেটা বুঝতে পারতাম না প্রথমে। একসময় রোজ ঘটত হেনস্থা।’
চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন আমির খানের মেয়ে ইরা খান। ১৪ বছর বয়সে পরিচিত একজনের হাতে তাঁকে যৌন হেনস্থা হতে হয়েছিল বলেই জানিয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -