Anita Hassanandani Photos: 'বয়সে কিছু আসে যায় না, নিজের ইচ্ছাতেই এখন মা হওয়ার সিদ্ধান্ত' বলছেন অনিতা
সব ছবি - মানব মঙ্গলানি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি বেবি বাম্প নিয়েই শাকিরার গানের তালে নাচতে দেখা যায় অনিতাকে। ভাইরাল হয় সেই ভিডিও।
প্রসঙ্গত অনিতা হাসনন্দানি সুখবর দেওয়ার পর তাঁর বেবি শাওয়ারের আয়োজন করেন একতা কাপুর (Ekta Kapoor)। যেখানে একতার পাশাপাশি করিশ্মা তান্না-সহ একাধিক টেলি তারকাকে দেখা যায়।
শুধু তাই নয়, রোহিতের সঙ্গে আলোচনা করেও তিনি মা হওয়ার সিদ্ধান্ত নেননি। আচমকাই তাঁদের জীবনে সুখবর এসে পৌঁছয় বলে জানান অনিতা।
বেশি বয়সে মা হচ্ছেন বলেই অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। তবে সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই তিনি বেশি বয়সে মা হচ্ছেন বলে জানান অনিতা।
সম্প্রতি রোহিতের সঙ্গে ছুটি কাটিয়ে ফিরেছেন অনিতা। তারিয়ে তারিয়ে উপভোগ করছেন প্রথমবার মা হওয়ার অনুভূতি।
অপেক্ষা আর মাত্র কয়েকদিনের, মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসনন্দানি (Anita Hassanandani)। স্বামী রোহিত রেড্ডির সঙ্গে চেক আপ করাতে গিয়ে ক্যামেরাবন্দি অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -