ভারতে পা রাখল Aston Martin DBX, দেখুন এক ঝলকে
এত বড় SUV-র জন্য বড় ইঞ্জিন চাই নিশ্চয়। তাও এতে আছে। ৪ লিটার, টুইন টার্বোচার্জড V8 ইঞ্জিন, সঙ্গে ৫৫০ps ও ৭০০NM টর্ক। রয়েছে নাইন স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স ও অন হুইল ড্রাইভ সিস্টেম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাড়ির ফ্রেমলেস দরজা খুললেই দেখা যাবে সুপার্ব কেবিন। ভেতরে প্রচুর জায়গা। রিয়ার সিট দারুণ আরামদায়ক, ফ্রন্ট সিটও অসাধারণ। কাঠ, চামড়া, ধাতু, কাচ- কী নেই! সব কিছু হাতে সেলাই করা হয়েছে, সব মিলিয়ে অসামান্য অভিজ্ঞতা। এতে রয়েছে নতুন একটি ফেব্রিক যাতে উলের পরিমাণ ৮০ শতাংশ। তবে নিজের ইচ্ছেমত কাস্টমাইজেশন সম্ভব। মধ্যে রয়েছে ১০.২৫ ইঞ্চির TFT স্ক্রিন, সঙ্গে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য ১২.৩ ইঞ্চি TFT স্ক্রিন। আছে প্যানোরেমিক সানরুফ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা সিস্টেম, আরও নানা কিছু।
গাড়ির ফ্রন্ট দেখেই চেনা যাবে অ্যাস্টন মার্টিন হিসেবে। সাইড আর রিয়ার ভিউও দুর্দান্ত, তবে অ্যাস্টন তাদের চরিত্রগত বৈশিষ্ট্য এই স্পোর্টস কারেও বজায় রেখেছে। রয়েছে ২২ ইঞ্চি দৈত্যাকৃতি চাকা! সম্ভবত এটাই ভারতের বাজারে আসা সব থেকে সুন্দর SUV!
DBX হল অ্যাস্টন মার্টিনের প্রথম SUV। DBX-এর সাইজ বেশ বড় কিন্তু এর দুর্দান্ত ডিজাইন তা লুকিয়ে রাখে। কোম্পানির সিগনেচার ডিজাইন এলিমেন্ট দিয়ে এটি তৈরি হয়েছে।
স্পোর্টস কার তৈরির জন্য বিখ্যাত অ্যাস্টন মার্টিন। জেমস বন্ডও চড়েন এই গাড়ি। এবার ভারতে তারা নিয়ে এল তাদের SUV। চলুন, একবার দেখে নেওয়া যাক।
এর দাম কত জানেন? ৩.৮২ কোটি টাকা! হ্যাঁ, একটু বেশি বটে কিন্তু সব ভাল জিনিসেরই তো মূল্য চোকাতে হয়, তাই না?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -