Vastu Tips: পার্সে এই জিনিসটি রাখলে এবার টাকাই টাকা! এক মাসেই প্রচুর জমবে ব্যাগে

পার্সের বাস্তু টিপস: মা লক্ষ্মীর কৃপা পেতে পার্স সম্পর্কিত একটি উপায়। পার্স সমৃদ্ধির স্থান, কিছু জিনিস রাখা শুভ।

Continues below advertisement

বাস্তু টিপস

Continues below advertisement
1/6
বাস্তুশাস্ত্রে মা লক্ষ্মীর কৃপা পাওয়ার অনেক উপায় বলা হয়েছে। তার মধ্যে একটি উপায় পার্স এর সঙ্গে জড়িত। কারণ পার্সও ধন রাখার একটি স্থান। তাই পার্সের ব্যবহার কিছু সতর্কতা অবলম্বন করে করা উচিত, যাতে ধনের অভাব না হয় এবং তার আগমনও সহজে হয়, আসুন জেনে নিই কোন উপায়ে ধন লাভ হয়।
2/6
বাস্তু শাস্ত্র অনুসারে, পার্স-এ পরিবারের ছবি রাখা উচিত, এটি আর্থিক ও মানসিক সুরক্ষার প্রতীক। তবে ছবি যেন স্পষ্ট ও পরিষ্কার হয় এবং কাটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ ভাঙা ছবি থেকে মানসিক চাপ ও খরচ বাড়তে পারে।
3/6
পার্স-এ নোট ও কয়েন-কে সঠিক ভাবে রাখা উচিত। নোট-গুলোকে মুড়ে-চাপড়ে এবং কয়েন-গুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখা উচিত নয়, এমনটা করলে লক্ষ্মী মা রুষ্ট হতে পারেন। যখন টাকা-পয়সা সুবিন্যস্ত করে রাখা হয়, তখন ধন-এর প্রবাহ-এও উন্নতি দেখা যায়।
4/6
পার্সের ভিতরে সোনার অথবা পিতলের ছোট একটি টুকরা রাখা শুভ বলে মনে করা হয়। এটি বৃহস্পতিবার দিন গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে রাখলে স্থায়ী ধন-সম্পদ বজায় থাকে এবং পার্সটিতেও স্থায়ীভাবে কিছু ধন থাকে।
5/6
পার্স-এ অতিরিক্ত কাগজ রাখা উচিত না। বাস্তু অনুসারে, কাগজ বা বিল-রসিদের বোঝা পার্সের সম্পত্তি ও ধন প্রবাহকে প্রভাবিত করতে পারে। তাই এগুলি নির্বাচিত ও সীমিত রাখা ভালো।
Continues below advertisement
6/6
আপনার রাশির অনুসারে পার্স-এ রাশি-প্রতীক বা রঙ-সংক্রান্ত জিনিস রাখা শুভ বলে মনে করা হয়। উদাহরণস্বরূপ, যে রাশির জন্য যে গ্রহ অনুকূল, সেই রাশির বা রঙ-সংক্রান্ত জিনিস পার্স-এ রাখলে ধন লাভের সুযোগ বাড়তে পারে। ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola