মেষ- গ্রহগুলির নেতিবাচক অবস্থান আজ মনে নেতিবাচক চিন্তাভাবনার প্রসার ঘটাতে পারে। সেজন্য মানসিকভাবে ইতিবাচক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রযুক্তিগত কাজে সতর্কতা বজায় রাখতে হবে। বস কাজের দক্ষতা ও গুণমানে প্রসন্ন হবেন। নতুন কাজ শুরু করতে হলে উৎসাহের সঙ্গে এগোন। দিন খুবই শুভ থাকবে। লেখালেখির সঙ্গে যুক্তদের ভালো সুযোগের সন্ধান শুরু করা উচিত। তরুণ ও পড়ুয়াদের জন্য আজ দিনটি সাফল্যে ভরপুর। রক্ত সংক্রান্ত রোগে কোনও গাফিলতি করা যাবে না। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।
2/12
বৃষ-আজ কাজেকর্মে নতুন গতি আসবে। সেইসঙ্গে এরফলে মনও প্রসন্ন থাকবে। একটু বুঝেশুনে বন্ধুর সঙ্গে চলুন, বিবাদ হতে পারে। কোনও কাজে আজ শ্রদ্ধা আদায় করে নিতে পারেন। সাধুসেবার জন্য মনে আনন্দ। ভাইবোনের মধ্যে সমস্যা বাড়তে পারে। সংসারে কোনও কারণে বিবাদ বাধতে পারে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। বাবার শরীরের ব্যাপারে চিন্তা। বিদেশে থাকা বন্ধুর খবর আসতে পারে।
3/12
মিথুন- আজ অসম্পূর্ণ কাজ সমাধার পথে হাঁটতে হবে। আইনি কাগজপত্রও প্রস্তুত রাখতে হবে। সরকারি কোনও কাজ অসম্পূর্ণ থাকলে আজ তা পূর্ণ করার চেষ্টা করতে পারেন। চাকরিস্থানে কোনও কারণে সম্মানহানি হতে পারে। মনের মতো কোনও লোকের সঙ্গে দিন কাটাতে পারেন। শরীর সুস্থ হওয়ার আনন্দ। আইনি কোনও কাজের জন্য খরচ। মহিলা সংক্রান্ত ব্যাপারে বিবাদের সম্ভাবনা। বাজে খরচ হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারেন। নতুন কোনও প্রস্তাব আসার সম্ভাবনা। প্রেমের ব্যাপারে ভাল সুযোগ। চোখের সমস্যা বাড়তে পারে।
4/12
কর্কট- আজ মানসিক দৃঢ়তায় অনেক কাজ করে ফেলতে পারবেন। কাজেকর্মে গাফিলতি করা ঠিক হবে না। দামি জিনিসপত্র সম্পর্কে খেয়াল রাখুন। মনের কোনও আশা পূরণ হতে পারে। তবে অযথা অপমানিত হতে পারেন। ভাল বন্ধু আজ চিনতে পারবেন। পড়াশোনার জন্য কোনও চাপ বাড়তে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। প্রেম-প্রণয়ে বাধা আসতে পারে। কাজে অনীহা আসতে পারে। বাইরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। বাড়তি কোনও খরচ থেকে সাবধান থাকা দরকার।
5/12
সিংহ- আজ সামাজিক কাজকর্মে যুক্তদের খুবই সতর্ক থাকা প্রয়োজন। অন্যদের সাহায্যের জন্য প্রস্তুত থাকতে হবে। সংক্রমণজনিত আশঙ্কায় অত্যন্ত সতর্ক থাকতে হবে। সমস্ত নিয়মকানুন অবশ্যই মেনে চলুন। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। পড়াশোনায় সাফল্য আসতে পারে। অসৎ লোক থেকে সাবধান থাকুন। আর্থিক ব্যাপারে চাপ বৃদ্ধি। কোনও কাজের জন্য মনোকষ্ট বাড়তে পারে। স্ত্রী-র সঙ্গে বিবাদ বাধার সম্ভাবনা। দুপুরের পরে ব্যবসার দিকে চাপ বৃদ্ধি।
6/12
কন্যা- আজ চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। সেইসঙ্গে কোনও আপনজনদের কোনও কথায় অযথা মন ভারী করবেন না। কেরিয়ারের ক্ষেত্রে নিরাশা আসতে পারে। এজন্য উদ্যম হারালে চলবে না।প্রেমের ব্যাপারে আশাভঙ্গ হতে পারে। গুরুজনের সঙ্গে ব্যবসার বিষয়ে আলোচনা। আয়-ব্যয় ঠিক থাকবে না। সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে। গান-বাজনার জন্য দিনটি ভাল। আজ বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। পূজাপাঠের জন্য খরচ হতে পারে।
7/12
তুলা- আজ জীবনে শেখার মানসিকতা আরও বৃদ্ধির উপায় খুঁজতে হবে। অন্য কাউকে শেখানোর সুযোগ মিললে তা অবশ্যই করুন। আগে থেকেই কোনও দেনা থাকলে, তা মেটানোর পরিকল্পনা তৈরি করে ফেলতে হবে। প্রেমের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। আজ যে কোনও ধরনের অশান্তি থেকে দূরে থাকুন। প্রিয়জনের কাছ থেকে কোনও আঘাত পেতে পারেন। কোনও মহিলার সঙ্গে বিবাদ। পেটের কষ্ট বৃদ্ধি। ব্যবসা ভাল যেতে পারে। আজ কোনও উপহার পেতে পারেন। কোনও অচেনা লোকের জন্য বিপদ হতে পারে।
8/12
বৃশ্চিক-আজ মনে বিভিন্ন কারণে যে অস্থিরতা রয়েছে, তার অবসান ঘটতে পারে। কারুর কড়া কথায় খারাপ লাগলে তৎক্ষণাৎ জবাব এড়িয়ে চলুন। ধৈর্য্য রাখলে কাজকর্মে সহজেই পূরণের সম্ভাবনা।পেটের সমস্যার জন্য খাবারে অনীহা আসতে পারে। সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। দূরভ্রমণে বাধা আসতে পারে। তবে ব্যবসা ভাল যাবে ও কিছু সঞ্চয় বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা হতে পারে। আজ সকাল থেকে কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
9/12
ধনু- পরিবারে কারুর সঙ্গে বিবাদ থাকলে তা যাতে আরও বেশি না হয়, তা খেয়াল রাখুন। চাকরিজীবীদের মনোমতো বদলি ও পদোন্নতির সুযোগ। আজ কোনও শুভ যোগাযোগ আসতে পারে। গলায় সমস্যা হতে পারে। মাথায় আঘাত লাগার সম্ভাবনা। বাড়তি কোনও খরচের জন্য চিন্তা বৃদ্ধি। ব্যবসায় ভাল হতে পারে। সকাল থেকে শরীর ভাল ঠেকবে না। বাড়িতে ভোগবিলাসের জন্য খরচ বাড়তে পারে। বাবা-মায়ের সঙ্গে ছোট বিষয়ে অশান্তি। চাকরির দিকে ভাল সুযোগ আসতে পারে। চিকিৎসার জন্য একটু খরচ বাড়তে পারে।
10/12
মকর- পরিমিত অর্থব্যয় করুন। দেখানোর জন্য বেহিসেবি খরচ করলে ভবিষ্যতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পড়াশোনার ব্যাপারে মনে চাপ বাড়তে পারে। শত্রুর ব্যাপারে একটু সাবধান থাকুন। বাজে সঙ্গের জন্য কোনও বিপদ আসতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে। স্ত্রী-র ব্যাপারে চাপ বৃদ্ধি। ব্যবসা বা কাজের দিকে নতুন আলো দেখতে পাবেন। বন্ধুর থেকে কোনও উপকার পেতে পারেন। ব্যবসার দিকে একটু মন্দা দেখতে পাবেন।
11/12
কুম্ভ-দিনটি সদ্ব্যবহার করতে কঠোর পরিশ্রম করতে পিছপা হবেন না। আত্মবিশ্বাস কর্মদক্ষতা ১০০ শতাংশ বাড়াবে। বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ হতে পারে। নতুন প্রেমের ব্যাপারে একটু চাপ বাড়তে পারে। আপনার কোনও ব্যবহার আজ বাড়ির লোকের খারাপ লাগতে পারে। কাজের চাপ বাড়তে পারে। সাহিত্যচর্চা থেকে আনন্দ। ব্যবসার দিকে ভাল সুযোগ মিলতে পারে। কান, নাক, গলা নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে।
12/12
মীন-আজ দিনটি আর পাঁচটা দিনের মতোই। আজ ভবিষ্যৎ পরিকল্পনা সুফল এনে দিতে পারে। অনলাইনে অফিসিয়াল কাজকর্ম পূরণ করতে পারেন। আজ আপনার হাতে কিছু অপচয় হতে পারে। কবিদের জন্য ভাল কিছু ঘটতে পারে। নিজের জন্য কোনও খরচ বৃদ্ধি। সন্তানের জন্য পড়াশোনা নিয়ে কোনও চিন্তা। আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। ভ্রমণের জন্য কোনও আলোচনা। ব্যবসার জন্য বাড়তি খরচ হতে পারে। চাকরিস্থানে উন্নতির যোগ।