মেষ-আজ ভগবানের আরাধনা দিয়ে দিন শুরু করুন। সমস্ত সংকট দূর হবে। সামাজিক কাজে সফলতার সম্ভাবনা। খেয়াল রাখুন, আপনার জন্য কেউ যেন দুঃখ না পায়। অনাবশ্যক রাগ প্রদর্শন থেকে দূরে থাকুন।কর্মস্থলে কোনও কাজে মনোনিবেশে সমস্যা। গবেষণার সঙ্গে যুক্তদের তাড়াহুড়ো করা উচিত নয়। নতুন ব্যবসা করলে সাবধানতা বজায় রাখতে হবে। হিসেব-নিকেশে দক্ষতা গড়ে তুলুন।
2/12
বৃষ-আজ আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিন। সফলতার সম্ভাবনা প্রবল। সেইসঙ্গে তা অগ্রগতির রাস্তা প্রশস্ত করবে। অধীনস্তদের সঙ্গে ভালো ব্যবহার করুন। দলগত ভাবনা গড়ে তুলুন। স্টেশনারি ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা। পড়ুয়াদের অতি আত্মবিশ্বাসে পড়াশোনায় গাফিলতির পরিণাম খারাপ হতে পারে। রাতে পরিমিত ভোজন করুন। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। কোনও ঘনিষ্ঠর বাড়িতে গিয়ে মন প্রসন্ন হতে পারে।
3/12
মিথুন-আজ কর্ম পরিকল্পনা সম্পূর্ণ হবে এবং মনোমতো পরিণাম মিলতে পারে। মন অশান্ত থাকলে নিজেকে ধ্যান বা সৎসঙ্গে যুক্ত করলে ফল মিলবে। কাজকর্মে হঠাৎ কোথাও যেতে হতে পারে। বিদেশী সামগ্রী বিক্রেতাদের ভালো লাভের সম্ভাবনা। যুবকদের লক্ষ্যের প্রতি ফোকাস নষ্ট বলে সফলতার সম্ভাবনা কমতে পারে। মহামারী সম্পর্কে সজাগ থাকতে হবে। অসুস্থদের খাওয়া-দাওয়া নিয়ে বেপরোয়া মনোভাব ছাড়তে হবে। মহিলাদের হরমোনজনিত সমস্যা ভোগাতে পারে।
4/12
কর্কট-আজ অগ্রগতির ভালো সুযোগ মেলার সম্ভাবনা। মস্তিষ্ক সজাগ রাখুন। বস কাজকর্মে কড়া নজর রাখছেন। তাঁকে ভুলপথে চালিত করার চেষ্টা করবেন না। ইলেকট্রনিক সামগ্রীর বিক্রেতাদের লাভের সম্ভাবনা। অনলাইনে যাঁরা পড়াশোনা করছেন, সেই পড়ুয়ারা ডেটা নিয়ে সতর্ক থাকুন। পেটের সমস্যা বাড়তে পারে। খাওয়াদাওয়া নিয়ে সতর্ক থাকুন। বয়স্ক ও মহিলারা ওষুধপত্র ও দিনচর্চা নিয়ে সতর্ক থাকুন।
5/12
সিংহ- এই রাশির জাতকের জন্মদিন আজ হলে গরিবদের ভোজন করাতে পারেন, এতে পুণ্য বাড়বে। গুরুকে প্রণাম করে নিজেকে ইতিবাচক উৎসাহে ভরপুর রাখার চেষ্টা করুন। কাজে টিমওয়ার্কে জোর দিন। বড় অঙ্কের ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। তরুণদের চাকরির সুযোগ মিলতে পারে। পড়ুয়াদের সময় সারণী মেনে চলতে হবে। অ্যালার্জির সমস্যা ভোগাতে পারে। পরিচিতের কাছ থেকে নিমন্ত্রণ পেতে পারেন।
6/12
কন্যা- আজকের দিন লক্ষ্যে অবিচল থেকে কাজ এগিয়ে নিয়ে যান। অফিসে কাজের চাপ বাড়বে। জরুরি কাজে গাফিলতি করবেন না। পদোন্নতির সম্ভাবনা দেখা দিচ্ছে। বদলিও মনোমতো জায়গায় হতে পারে। ইলেকট্রনিক সামগ্রী ব্যবসায়ীদের যোগ্যতা দেখানোর সুযোগ মিলবে। ঋণের জন্য আবেদন করলে শীঘ্রই সুসংবাদ পাবেন। ক্রোধ ও উত্তেজনার কারণে ক্লান্ত অনুভব করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে স্নেহপূর্ণ ব্যবহার ও সহযোগিতার মনোভাব দেখান। খরচ নিয়ে সতর্ক থাকুন।
7/12
তুলা- আজ ঋণ দিতে হতে পারে। সেইসঙ্গে হিসেবনিকেশ নিয়ে সতর্ক থাকুন। অধীনস্তদের প্রতি ক্ষোভ প্রকাশ করবেন না। এমন করলে মনোমালিন্য বাড়তে পারে। কোনও বড় ভুল করলে ক্ষমা চেয়ে নেওয়াটাই ঠিক হবে। দুধের ব্যবসায়ীদের পণ্যের গুণমাণ নিয়ে সতর্ক থাকতে হবে। নাহলে আর্থিক লাভে ঘাটতি দেখা দিতে পারে। তরুণদের কঠিন পরিস্থিতি মোকাবিলায় সাফল্য মিলবে। পড়ুয়ারা সময়ের সদ্ব্যবহার করুন। বাড়িতে পরিবর্তনের সম্ভাবনা ও জিনিসপত্র কিনতে পারেন।
8/12
বৃশ্চিক- ভালো করে যাচাই না করে কোনও ব্যক্তির জন্য সাক্ষ্য দিলে ভবিষ্যতে সমস্যা বাড়তে পারে। অফিসিয়াল কাজকর্মের গতি কিছুটা মন্থর থাকবে। কিন্তু কোনও গাফিলতির সুযোগ রাখবেন না। ব্যবসা বাড়ানোর জন্য ব্যবসায়ীদের ঋণ নেওয়ার পরিকল্পনা করা উচিত। ব্যবসা বৃদ্ধিতে আর্থিক লাভের সম্ভাবনা বাড়ছে। শিক্ষকদের নির্দেশ অনুসারে পড়াশোনা করলে পড়ুয়ারা সুফল পাবেন। পরিবারে সুখবর মিলতে পারে।
9/12
ধনু-আজ পুরানো স্মৃতি তাজা হতে পারে, এজন্য শুধু সুখ স্মৃতি স্মরণ করে মনে উৎসাহ বাড়ান। মানসিক শান্তির দিকে নজর দিতে হবে এবং এতে মন প্রসন্ন হবে ও কাজের ক্ষমতা বাড়বে। কোম্পানির মালিক হলে কর্মীদের প্রতি ভালো ব্যবহার করুন। জরুরি কাজের ভার নির্ভরযোগ্য ব্যক্তির ওপর ছাড়লেই ভালো হবে। তরুণদের কাজেকর্মে ছোটাছুটি করতে হতে পারে, এতে কিছুটা পরিশ্রান্ত বোধ হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে যোগ ও খাওয়া-দাওয়া ভালো করুন।
10/12
মকর- আজকের দিন সম্পর্ক বা কাজ- সমস্ত বিষয়েই সতর্ক থাকতে হবে। অফিসে উচ্চপদাধিকারী আপনার কাজের পদ্ধতি ও গুণমানের ওপর নজর রাখছেন, এজন্য কোনওভাবেই গাফিলতি করবেন না। খুচরো ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা। উৎপাদনের গুণমানে যাতে কোনও ঘাটতি না থাকে, সেদিকে খেয়াল রাখুন। অতি আত্মবিশ্বাস তরুণদের ভুলের ফাঁদে ফেলতে পারে। যাঁদের সদ্য অস্ত্রোপচার হয়েছে, তাঁরা সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে।
11/12
কুম্ভ-আজ মানসিকভাবে নিজেকে সবল রাখতে হবে। কর্মস্থলে নিজের প্রয়াসে কোনও খামতি রাখবেন না। সরকারি সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। অনলাইন ব্যবসায়ীদের ভালো লাভের সম্ভাবনা। আবশ্যক না হলে রাতের খাবার না খেলেই ভালো। সকালে পেট ও স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটান।
12/12
মীন- আপনার কাছে কেউ সাহায্যের জন্য এলে নিরাশ করবেন না। অফিসের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ব্যবসা সংক্রান্ত কাজে কোনও বাধা এলে অভিজ্ঞদের পরামর্শ নিন। পড়াশোনার উপযুক্ত সময়। মন শান্ত রেখে পড়াশোনায় নজর দিতে হবে পড়ুয়াদের। মন শান্ত রাখতে ধর্মীয় বিষয় পড়ুন ও লিখুন। শারীরিক সক্রিয়তা বজায় রাখতে ব্যায়াম ও যোগ প্রয়োজন। জন্মদিন হলে পরিবারের সঙ্গে সময় কাটান।