Shani Margi: রাশিচক্রে ঝড় তুলছেন শনি, টালমাটাল হতে পারে ৪ রাশির জীবন, অর্থ কষ্ট-চরমে অশান্তি
ন্যায়ের দেবতা শনি দেব নভেম্বরের শেষে তার রাশি কুম্ভ রাশিতে প্রত্যক্ষ হয়েছেন। শনি প্রত্যক্ষ হওয়ার কারণে অনেক রাশির জাতককে সতর্ক থাকতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appন্যায়ের দেবতা শনিদেব মহারাজ কুম্ভ রাশিতে বক্রী থেকে সরাসরি ঘুরেছেন। নভেম্বরের শেষেই শনি সরাসরি ঘুরবে।
শনি প্রত্যক্ষ হওয়ায় এর প্রভাব অনেক রাশির উপর দেখা যাবে। সতর্ক হতে হবে ৪ রাশিকে।
কর্কট রাশির জাতক জাতিকাদের শনি প্রত্যক্ষ হলে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতকদের এই সময়ে তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া দরকার।
সিংহ রাশির জাতকদের তাদের সম্পর্কের যত্ন নিতে হবে, অন্যথায় সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে। আপনার টাকা নিরাপদে রাখুন, অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন, অন্যথায় আপনাকে সমস্যায় পড়তে হতে পারে।
কন্যা রাশির জাতকদের উপর শনির প্রত্যক্ষ গতিবিধির প্রভাব দেখা যেতে পারে। কন্যা রাশির জাতকদের আর্থিক অবস্থা প্রভাবিত হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতি চলছে। শনি প্রত্যক্ষ হওয়ার কারণে মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে সমস্যা হতে পারে। যে কোন কাজ সাবধানে করুন।
এই সমস্ত রাশিচক্রের চিহ্নগুলিকে ১৫ নভেম্বরের পরে সতর্ক থাকতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -