Zodiac Signs: নিজে থেকেই ভাগ করে নেন দায়-দায়িত্ব, মায়ের মতোই সন্তানের আশা-ভরসা হয়ে উঠতে চান এই পুরুষরা
মাতৃস্নেহের কোনও বিকল্প নেই। সন্তানের মন মা সবচেয়ে ভাল বোঝেন বলে ধারণা রয়েছে আমাদের। জন্মের পর থেকে সন্তানের সঙ্গে সবচেয়ে বেশি সময়ও কাটান মায়েরাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে সময়ের সঙ্গে ভাবনা-চিন্তাও বদলাতে শুরু করেছে। সন্তানের বেড়ে ওঠা, তার পড়াশোনা, সুস্থতা, সবদিকে কড়া নজর থাকে তাঁদেরও। এমন কিছু পুরুষ আছেন, সন্তানের জীবনে সমান ভাবে যুক্ত থাকায় বিশ্বাস করেন যাঁরা। মায়ের মতোই সন্তানের নিরাপদ আশ্রয় হয়ে উঠতে চান এঁরা।
কর্কট রাশির জাতকরা সন্তানকে নিয়ে আবেগপ্রবণ হন। পরিবার সবচেয়ে গুরুত্ব পায় এঁদের কাছে। জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন, সন্তানের উপর আঁচ পড়তে দেন না এঁরা।
সন্তানের সঙ্গে সময় কাটানোয় বিশ্বাসী কর্কট রাশির জাতকরা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে যান, যাতে নির্ভয়ে, নির্দ্বিধায় তাঁদের কাছে মনের কথা বলতে পারে সন্তান।
কন্যা রাশির জাতকরা নিজেদের দায়-দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সজাগ। নিজে যা পাননি জীবনে, সন্তানকে সেই সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্য দিতে চান এঁরা।
শিশুবয়স থেকে বড় হওয়া পর্যন্ত সন্তানের জীবনে যুক্ত থাকতে চান কন্যা রাশির জাতকরা। তাঁদের পড়াশোনা, কেরিয়ারের পথে কোনও বাধা আসতে দেন না।
তুলা রাশির জাতকরা সন্তানস্নেহে সব কিছু করতে পারেন। সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলা এঁদের কাছে রাজধর্মের সমান।
জীবনের প্রতিটি ধাপে তুলা রাশির জাতকরা সন্তানের পাশে থাকতে চান। নিজের কর্তব্যে কোনও বিচ্যুতি হতে দেন না এঁরা।
বাবা হিসেবে তুলনা হয় না বৃশ্চিক রাশির জাতকদের। সন্তান পৃথিবীর আলো দেখার পর নিজের সব শখ-আহ্লাদ বিসর্জন দিতেও পিছপা হন না এঁরা।
বৃশ্চিক রাশির জাতকরা ছোট ছোট মুহূর্ত ভাগ করে নিতে পছন্দ করেন। সন্তানকে গল্প শোনানো হোক বা একসঙ্গে খেলাধুলো, স্কুলের প্রজেক্টে সাহায্য, সবেতেই হাত লাগান এঁরা। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -