Rs 2000 Note: সেপ্টেম্বরেই শেষ সময়সীমা! তার আগেই করে ফেলতে হবে এই কাজ
রিজার্ভ ব্যাঙ্ক ১৯ মে ঘোষণা করেছিল যে এখন ২০০০ টাকার নোট বাজার থেকে সরিয়ে নেওয়া হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত নাগরিককে ৩০ সেপ্টেম্বরের এর মধ্যে ২০০০ টাকার নোট জমা দিতে বলেছে। এমন পরিস্থিতিতে এই নোটগুলি জমা দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসছে।
আপনি যদি এই কাজটি এখনও শেষ না করে থাকেন তবে যত তাড়াতাড়ি শেষ করুন। নয়তো পরে সমস্যা হতে পারে।
আপনার কাছে যদি ২০০০ টাকার নোটও থাকে, তাহলে আপনি পোস্ট অফিস বা যে কোনও ব্যাঙ্কে গিয়ে তা পাল্টে ফেলতে পারেন।
রিজার্ভ ব্যাঙ্ক একবারে মাত্র ২০০০০ টাকা অর্থাৎ একবারে ১০টি নোট বিনিময়ের অনুমতি দিয়েছে।
আপনি যদি পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে পুরনো নোট পরিবর্তন করতে চান তবে আপনাকে সেখানে একটি ফর্ম পূরণ করতে হবে। নয়তো নির্দিষ্ট নিয়ম মেনে আপনার অ্যাকাউন্টে ওই নোটে টাকা জমা দিয়ে দিতে পারবেন।
আপনি ব্যাঙ্কের প্রয়োজনীয় KYC প্রক্রিয়া সম্পূর্ণ করে 2000 টাকার নোট ফেরত দিতে পারেন।
কী ভাবে বদলে ফেলতে হবে ২০০০ এর নোট? যে কোনও ব্যাঙ্কের শাখায় নিয়ে যান ২০০০-এর নোট। ব্যাঙ্কের থেকে রিকুইজিশন স্লিপ নিন, সেখানে কোন নোট বদল করছেন তার বিশদ বিবরণ লিখতে হবে
এবার সেই স্লিপ ও সঙ্গের ২০০০-এর নোটগুলি জমা করে তারপর সমমূল্য়ের অন্য় ব্যাঙ্ক নোট নিয়ে নেওয়া যাবে। ব্য়াঙ্ক ভেদে এই নিয়ম সামান্য অদল-বদল হতে পারে
১ সেপ্টেম্বর, RBI জানিয়েছিল যে ১৯ মে পর্যন্ত বাজারে যতগুলো ২০০০ টাকার নোট চলছিল তার ৯৩ শতাংশই ফিরে এসেছে ব্যাঙ্কে। ৩১ অগাস্ট পর্যন্ত বাজার থেকে যতগুলো ২০০০ টাকার নোট ফিরে এসেছে তার বাজারমূল্য ৩.৩২ লক্ষ কোটি টাকা। সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তাতে এখনও পর্যন্ত লেনদেনের চক্র থেকে যতগুলো ব্যাঙ্কনোট (Bank Note) ফিরে এসেছে। তার মধ্যে ৮৭ শতাংশই ব্য়াঙ্কে জমা পড়েছে। বাকি ১৩ শতাংশ অন্য ব্যাঙ্কনোট পরিবর্তিত করে ফেরত নেওয়া হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -