কপূর পরিবারের এই রীতি প্রথম ভেঙেছিলেন করিশমাই! জানেন সেটা কী?
কিন্তু কপূর পরিবারে মেয়েদের রুপোলি পর্দায় পা রাখার প্রথা প্রথম শুরু করেন রাজ কপূরের নাতনি করিশমাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরিশমার ফ্যাশান সেন্স চিরকালই ঈর্ষণীয়। অনেকেই অনুকরণ করেন তাঁকে
এরপর তাঁর বোন করিনা কপূরও বেশ খ্যাতি পান।
এরপর সাজন চলে শ্বশুরাল, কুলি নম্বর ওয়ান, আনাড়ির মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।
আগে কপূর পরিবারের কোনও মেয়ের রুপোলি পর্দায় অভিনয় করার রীতি ছিল না। সেই রীতি প্রথম ভাঙেন করিশমা।
গোবিন্দার সঙ্গে তাঁর জুটি ছিল জনপ্রিয়। একাধিক ছবি করেছেন তাঁরা একসঙ্গে।
ফিজা ও জুবেদা ছবিতে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল।
১৯৯১ সালে প্রথম রুপোলি পর্দায় পা রাখেন করিশমা। তাঁর প্রথম ছবির নাম প্রেম কয়েদি। বক্স অফিসে সফলতা পায় এই ছবি।
বি টাউনে ৯০ এর দশকের অন্যতম সেরা নায়িকাদের মধ্যে একজন ছিলেন করিশমা কপূর। গতকাল ৪৬ তম জন্মদিন পালন করেছেন নায়িকা। কিন্তু বলিউডের শীর্ষস্থানীয় নায়িকা হয়ে ওঠার পথ সহজ ছিল না করিশমার জন্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -