ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ করে প্রেম! এও কি সম্ভব? সুস্মিতা-রোমানের প্রেম যেন গল্প হলেও সত্যি
বয়স যে খাতায় কলমে একটা নম্বর মাত্র, তা বারবার প্রমাণ করেছেন বলিউড তারকারা। মিলিন্দ সোমন থেকে প্রিয়ঙ্কা চোপড়া সকলেই বিয়ে করেছেন বয়সে অনেক ছোট পার্টনারকে। বিশ্বসুন্দরী সুস্মিতা সেন বিয়ে না করলেই বয়সে অনেক ছোট প্রেমিক রোমান শলের সঙ্গে প্রেম করছেন চুটিয়ে। রোমান এখন তাঁর ছোট ছোট হাসি-কান্নার সঙ্গী। তাঁর দুই মেয়েরও কাছের মানুষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু বয়সে ওত ছোট ছেলের সঙ্গে প্রেমটা দানা বাঁধলই বা কীভাবে। ৪৪ বছরের সুস্মিতা সেনের বয়ফ্রেন্ড রোমান শালের বয়স ২৯। এটা নাকি প্রথমে বোঝেনইনি সুস্মিতা। তাঁদের প্রেমের শুরুটা একদম গল্পের মতো হলেও সত্যি।
দুজনের আলাপ নাকি ইনস্টাগ্রামে। প্রথমে রোমান তাঁকে বারবার অনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ পাঠাতেন। ডিএম পড়ার অভ্যেস তাঁর নেই। তাই চোখ এড়িয়েই যায় প্রথমে। এভাবে দিনের পর দিন মেসেজ পাঠিয়েই যেতে লাগলেন রোমান।
এরপর একদিন মেসেজ স্ক্রোল করতে করতে হঠাই নজরে পড়ে রোমানের মেসেজ। কী যেন মনে হয় তাঁর। জবাবও দিয়ে বসেন। তখন আনন্দে আত্মহারা হয়ে যান রোমান।
তাঁর কথায়, সুস্মিতার মেসেজ পেয়ে তো এ-ঘর থেকে ও-ঘর লাফিয়ে বেড়িয়েছিলেন।
এরপর ধীরে ধীরে ফোনালাপ। রোমানের সঙ্গে ফুটবল খেলার ডাকেই আমেরিকা থেকে ফেরেন সুস্মি্তা! পরের বার কফি ডেটে যান। তারপর? রসায়নটা আরও মধুর হয়।
সুস্মিতার সঙ্গে থাকতেও শুরু করেন রোমান। দুই মেয়ে রেনে ও আলিশার সঙ্গে রোমানের দারুণ সম্পর্ক।
এই বয়সের পার্থক্য নিয়ে হামেশাই বহু প্রশ্নের মুখে পড়তে হয়েছে সুস্মিতাকে। তবে নায়িকা জানান, শুরুর দিকে তিনি নিজেই জানতেন না রোমান বয়সে এত ছোট! ‘পরে যখন জানতে পারলাম ওর বয়স,জানলাম ও বয়সে কত ছোট,সেদিন বুঝেছিলাম ও কেন বিষয়টা এড়িয়ে যেত। বলতে পারেন আমরা এটা বেছে নিইনি,এটা হওয়ার ছিল। ভাগ্যই আমাদের একে অপরের জন্য বেছে নিয়েছে’,অকপটে জানালেন সুস্মিতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -