Aliya Modi: বাবা ‘ব্যাড বয় বিলিয়নেয়ার’, ২৩ হাজার কোটির সম্পত্তি, নিজস্ব পরিচিতিও রয়েছে ললিত-কন্যার
বাবা কোটিপতি। কিন্তু নামের আগে জুড়ে গিয়েছে ‘ব্যাড বয়’ তকমা। কিন্তু তাতে খুব বেশি প্রভাব পড়েনি আলিয়া মোদির জীবনে। বরং আইপিএল দুর্নীতিতে অভিযুক্ত ললিত মোদির মেয়ে আস্ত সাম্রাজ্যের অধিকারিণী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appললিত এবং তাঁর স্ত্রী মিনালের সন্তান আলিয়া। জন্ম ১৯৯৩ সালে। ব্রুকলিনের প্র্যাট ইনস্টিটিউট থেকে ইন্টেরিয়র ডেকরেশন নিয়ে পড়াশোনা করেন। বিজ্ঞান বিভাগে স্নাতক হন বস্টন, ম্যাসাচুসেটসের ব্র্যান্ডেইস ইউনিভার্সিটি থেকে। পরে লন্ডনের ইঞ্চবল্ড স্কুল অফ ডিজাইন থেকে আর্কিটেকচারাল ইন্টেরিয়র ডিজাইন থেকে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন।
ললিতের ছেলে রুচিরও তাঁর উত্তরাধিকারী হিসেবে চিহ্নিত। কিন্তু আলিয়া ব্যবসায়িক ক্ষেত্রে অনেক এগিয়ে। লন্ডনে AMRM কনসালট্যান্টস লিমিটেড নামের নিজের ইন্টেরিয়র ডিজাইন সংস্থার প্রতিষ্ঠা করেছেন আলিয়া, যার মূল্য প্রায় ১০ লক্ষ মার্কিন ডলার।
নিজের সংস্থা খোলার আগে দারা হুয়াংয়ের আভান্ত-গার্দে সংস্থায় কর্মরত ছিলেন আলিয়া। লন্ডন এবং হংকংয়ে ছিলেন দীর্ঘ সময়।
২০২২ সালে প্রেমিক ব্রেট কার্লসেনকে বিয়ে করেন আলিয়া। ইতালির ভেনিসে ডেস্টিনেশন ওয়েডিংয়ের আয়োজন হয়। চারদিন ধরে চলে অনুষ্ঠান। প্রায় ৬০০ অতিথি আমন্ত্রিত ছিলেন বিয়েতে।
২০২৩ সালের জানুয়ারি অবসর গ্রহণ করেন ললিত। ছেলে রুচিরকে LKM এবং KKMFT সংস্থার উত্তরাধিকারী ঘোষণা করেন। সেই সময় LKM-এর নিয়ন্ত্রণ ছিল আলিয়া। তিনিও রুচিরের হাতে নিয়ন্ত্রণ তুলে দেন।
সবমিলিয়ে তাঁদের পারিবারিক সম্পত্তির মূল্য ২৩ হাজার ৪৫০ কোটি টাকা। রুচির, আলিয়ার এক সৎ বোনও রয়েছে, মিনালের প্রথম পক্ষের সন্তান। তাঁরা এই বিপুল সাম্রাজ্যের উত্তরাধিকারী।
তবে পারিবারিক ব্যবসার বাইরেও নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন আলিয়া। তাঁর একার সম্পত্তির পরিমাণই ৪১ কোটি টাকা।
মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে প্রায়শই আবেগপ্রবণ হয়ে পড়েন ললিত। সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে প্রায়শই নিজের ছবি পোস্ট করেন তিনি।
মেয়ে যখন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা করেন, সেই সময় সোশ্যাল মিডিয়ায় ললিত লিখেছিলেন, তাঁর জীবনের একটি বড় অংশ আলিয়া। মেয়ে জীবনসঙঅগী খুঁজে পেয়েছে, তাতে আনন্দিত তিনি। কিন্তু মেয়ে কাছছাড়া হবে ভেবে সামলাতে পারছেন না নিজেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -