Omicron: ওমিক্রন প্রভাবে এশিয়ার বাজারে মন্দা, বিশ্বজুড়ে চাকরির বাজারে অনিশ্চয়তা বাড়ছে
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শুধু সংক্রমণে নয়, অর্থনীতিও ওমিক্রন বাড়িয়েছে উদ্বেগ। করোনা মহামারির দুই বছর ধরে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত রয়েছে। অর্থনীতির প্রতিটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদিও টিকাকরণের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকে ফিরেছিল। কিন্তু ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ধস নেমেছে বিশ্বের বড় বড় পুঁজিবাজারে।
বিশ্ব অর্থনীতি যখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই নতুন ধরন ওমিক্রনের প্রকোপ ছড়িয়ে পড়ছে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে দ্রুত ওমিক্রন প্রশান্ত মহাসাগরীয় এলাকা, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ায় ছড়াতে শুরু করেছে।
বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে ওমিক্রন। ওই সংস্থার অর্থনীতিবিদ স্টিভ কোচরেনের দাবি, এখন সবকিছু নির্ভর করবে সংক্রমণ প্রভাবের ওপর।
এদিকে, মার্কিন নিয়োগকর্তারা নভেম্বরে মাত্র দুই লাখ ১০ হাজার কর্মী নিয়োগ করেছে, প্রত্যাশার তুলনায় যা খুবই কম।
মহামারিতে বিপর্যস্ত অর্থনীতির নতুন শঙ্কা হিসেবে দেখা দিয়েছে ওমিক্রন।সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশে ইতোমধ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে অর্থনীতির বাজারে মন্দা দেখা দিয়েছে।
এশিয়ার বাজার এখন অনেকটাই চিন্তা বাড়াচ্ছে। রাষ্ট্রপতি জো বাইডেনেরর প্রধান চিকিৎসা উপদেষ্টা, ডাঃ অ্যান্টনি ফৌসি জানান, ওমিক্রনের তীব্রতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলার আগে বিজ্ঞানীদের আরও তথ্যের প্রয়োজন।
দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রনের সংক্রমণ।কর্ণাটক, গুজরাত, মহারাষ্ট্রের পর এবার দিল্লি, রাজস্থানেও মিলল ওমিক্রন-আক্রান্তের হদিশ। রাজস্থানে ৯ জন এবং মহারাষ্ট্রে খোঁজ মিলল আরও সাতজন আক্রান্তের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -