Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Bank FD Rate: এই তিন ব্যাঙ্কে বদলেছে এফডি রেট ? এখন কত সুদ যাচ্ছে জানেন ?
কিছুদিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট(Repo Rate) একই রাখায় নতুন করে স্থায়ী আমানতে(Fixed Deposit) সুদের হার বাড়িয়েছে অনেক ব্যাঙ্ক (Bank News)। বর্তমানে বিভিন্ন ব্যাঙ্ক 3 থেকে 7.50 শতাংশ পর্যন্ত সুদের হার দিচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিনিয়োগের (Investment) মেয়াদের উপর নির্ভর করে প্রবীণ নাগরিকরা (Senior Citizen) অতিরিক্ত 0.5 শতাংশ সুদের হার পাচ্ছেন।
SBI FD রেট: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ফিক্সড ডিপোজিটে (FDs) বিনিয়োগকারী 3 শতাংশ থেকে 7 শতাংশ পর্যন্ত সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত 50 বেসিস পয়েন্ট (bps) সুদ পাবে এই ব্যাঙ্কে। বিশেষ করে এক বছরে FD-এর জন্য ব্যাঙ্ক 6.80 শতাংশ সুদ দিচ্ছে। দুই বছর থেকে তিন বছরের কম মেয়াদে ব্যাঙ্কটি 7 শতাংশ হারে সুদ দিচ্ছে।
PNB FD রেট: 10 অক্টোবর PNB 3.50 শতাংশ থেকে 7.50 শতাংশ পর্যন্ত স্থায়ী আমানতের সুদের হার দিচ্ছে। এক বছরে মেয়াদি আমানতের জন্য সাধারণ ইনভেস্টাররা 6.75 শতাংশ সুদ দিচ্ছেন। যেখানে প্রবীণ নাগরিকরা এক বছরের এফডিতে 7.25 শতাংশ উচ্চ হারে সুদ পাবেন৷
image 7
ICICI ব্যাঙ্ক এফডি রেট: এই ব্যাঙ্কটি বর্তমানে 3 শতাংশ থেকে 7.50 শতাংশের মধ্যে তার FD স্কিমের জন্য সুদ দিচ্ছে। একইসঙ্গে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত 0.5 শতাংশ সুদ পাবেন এই ব্যাঙ্কে। যার ফলে 7 দিন থেকে 10 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে 3.50 শতাংশ থেকে 7.50 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হবে৷ বিশেষত, এক বছরের মধ্যে ফিক্সড ডিপোজিটের জন্য সাধারণ কদের 6.70 শতাংশ সুদ দেওয়া হবে
রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট (Repo Rate) একই রাখায় ফের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার (Interest Rate) বাড়াল এই ব্যাঙ্ক (Bank News)। এই নিয়ে এক মাসে তিন বার স্থায়ী আমানতে (FD Rates) সুদের হার কমানো হয়েছে। জেনে নিন, আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) এফডিতে এখন কত সুদ দিচ্ছে।
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক তার এফডি-র সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ এপ্রিল মাসে তৃতীয়বারের মতো সুদের হার বাড়িয়েছে ব্য়াঙ্ক। এর আগে, ব্যাঙ্ক 1 এপ্রিল এবং 9 এপ্রিল, 2024-এ তার সুদের হার বাড়িয়েছিল। ব্যাঙ্কটি বাল্ক এফডি স্কিমে অর্থাৎ 2 থেকে 5 কোটি টাকার এফডিতে সুদের হার পরিবর্তন করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -