Best Stocks To Buy: গত পাঁচদিনই বেড়েছে এই সাত স্টক, আগামী সপ্তাহে পড়বে ?
গত 5 দিনে এই স্টকগুলির দাম প্রতিদিন বেড়েছে। এই গতিরে জেরে 13 শতাংশ পর্যন্ত উপার্জন করেছেন বিনিয়োগকারীরা। এই 7টি দুর্দান্ত স্টক বাজারে আধিপত্য বিস্তার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার: শুক্রবার এই স্টকটি 5.70 শতাংশের একটি দর্শনীয় লাভের সঙ্গে 12,235 টাকায় বন্ধ হয়েছে। পুরো সপ্তাহে এই স্টকের দাম 13 শতাংশ বেড়েছে। এই স্টকে ভরসা রেখেছে ফল পেয়েছেন বিনিয়োগকারী।
ডিক্সন টেকনোলজিস: এই স্টকটি তার বিনিয়োগকারীদের সপ্তাহে 8 শতাংশ লাভ করেছে। শুক্রবার, এই স্টকটি 1.36 শতাংশ বেড়েছে এবং 13,027.85 টাকায় বন্ধ হয়েছে। যার ফলে অনেকেই প্রফিট বুক করতে পেরেছেন।
বাজাজ অটো: বাজাজের এই স্টক শুক্রবার প্রায় ফ্ল্যাট ছিল এবং 11,734.50 টাকায় বন্ধ হয়েছে। তবে সপ্তাহে এটিও 8 শতাংশ আয় করেছে। স্বাভাবিকভাবেই মাত্র সাত দিনেই এই 8 শতাংশ এসেছে বিনিয়োগকারীদের কাছে।
পিবি ফিনটেক: পুরো সপ্তাহে এই শেয়ারের দাম বেড়েছে ৬ শতাংশ। শুক্রবার, স্টকটি সামান্য বেড়েছে এবং 1,814 টাকায় বন্ধ হয়েছে। তবে বিনিয়োগকারীদের সেভাবে লাভ না দিত পারলেও হতাশ করেনি এই শেয়ার।
এসকর্টস কুবোটা: পুরো সপ্তাহে এর দাম 4 শতাংশ বেড়েছে। সপ্তাহের শেষ দিনে, স্টকটি 0.31 শতাংশ শক্তিশালী হয়ে 3,803 টাকায় দাঁড়িয়েছে। এই স্টকটিও গত সপ্তাহে কম হলেও ইতিবাচক ক্লোজিং দিয়েছে।
ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ: শুক্রবার, এর দাম 0.54 শতাংশ বেড়ে 6,142 টাকা হয়েছে। এই স্টকটি সপ্তাহে বিনিয়োগকারীদের 5 শতাংশ মুনাফা দিয়েছে। কনজিউমার সেক্টরের স্টক হিসাবে এই স্টকটি বহু সময় ধরে বিনিয়োগকারীদের মুনাফা এনে দিয়েছে। সেই কারণে এত বড় অঙ্কে এসেছে শেয়ারটি।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -