Billionaires Education Qualification: একসময়ে কলেজ ড্রপ-আউট! আজ টাকার পাহাড়ে বসে! কারা তাঁরা?
পড়াশোনা করে যে...গাড়িঘোড়া চড়ে সে। বাংলায় রয়েছে এই প্রবাদ। কিন্তু জীবনের সবক্ষেত্রে কি এই প্রবাদ মিলে যায়?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউন্নতি করার জন্য পড়াশোনার অবশ্য়ই প্রয়োজন। কিন্তু এমনও অনেকে রয়েছেন যাঁরা তথাকথিত ডিগ্রি ছাড়াই প্রথিতযশা। অনেকেই কলেজ থেকে ডিগ্রি না নিয়েও দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তৈরি করেছেন বিপুল বাণিজ্য-সাম্রাজ্য
বিল গেটস- (Bill Gates) ২ বছর পড়ে হার্ভার্ড ছেড়েছিলেন মাইক্রোসফট তৈরির জন্য়। এখন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। টেকদুনিয়ায় অত্যন্ত বড় নাম মাইক্রোসফট।
এলন মাস্ক (Elon Musk) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ছেড়েছিলেন, তাঁর প্রথম সংস্থা তৈরির স্বপ্ন নিয়ে। তারপর ধাপে ধাপে উত্থাল। একাধিক সংস্থা পেরিয়ে টেসলা, স্পেস-এক্স-এর মালিক। এখন ট্যুইটারও কিনেছেন
হার্ভার্ডের পড়ুয়া ছিলেন ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg)। তিনিও কলেজ ড্রপ-আউট। ফেসবুক তৈরি করার স্বপ্ন দেখেছিলেন তখনই, কাজও শুরু করেছিলেন। এখন ফেসবুক বিশ্বের অন্যতম বৃহৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইন্সটাগ্রামও কিনেছেন।
বিশ্ব বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ব়্যালফ লরেন (Ralph Lauren) নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির ড্রপ আউট। তাঁর তৈরি সংস্থা Ralph Lauren বিশ্বের প্রথম সারির ফ্যাশন ব্র্যান্ডের অন্যতম। আন্তর্জাতিক তারকারা এর মডেল।
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবস রিড কলেজ মাঝপথে ছেড়েছিলেন। টেক-দুনিয়ায় তিনি লেজেন্ড। অ্যাপলকে এই উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে রয়েছে তার মস্তিষ্ক এবং নিরলস সাধনা। বলা হয় তাঁর মার্কেটিং দক্ষতা নাকি অনবদ্য ছিল। আইপড থেকে আইফোন- ক্রেজ তৈরির নেপথ্যেও তিনি।
বিশ্ববিখ্যাত সফটঅয়্যার সংস্থা Oracle-এর প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনও দুটো বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট। এই সংস্থা এখন বিশ্বের প্রথম ২ সফটঅয়্যার প্রস্তুতকারী সংস্থার মধ্যে অন্যতম।
ট্যুইটারের প্রতিষ্ঠাতা Jack Dorsey-ও পরপর দুটি বিশ্ববিদ্যালয় থেকে মাঝপথে পড়াশোনা ছেড়েছিলেন।
Dell Technologies-এর প্রতিষ্ঠাতা Michael Dell টেক্সাস বিশ্ববিদ্যালয় ছেড়েছিলেন। পরে তিনি এই সংস্থা তৈরি করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -