Demat Account Tips: অতিরিক্ত আয়ের খোঁজে? এই অ্যাকাউন্ট দেখাতে পারে নয়া পথ
বিনিয়োগের অন্যতম উপায় হিসেবে শেয়ার মার্কেটে লগ্নি অনেকেরই পছন্দের। ভাল রিটার্ন পেতে ঠিক শেয়ারে ঠিক সময়ে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টক মার্কেটে বিনিয়োগ করতে গেলে একটি অ্যাকাউন্টের প্রয়োজন হয় - যেটিকে ডিম্যাট অ্যাকাউন্ট (Demat account) বলা হয়।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য যেমন ব্যাঙ্ককে প্রয়োজন। তেমনই এই ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন Depository Participant. ব্যাঙ্ক কিংবা শেয়ার ব্রোকিং সংস্থার মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যায়।
এই ধরনের অ্যাকাউন্ট খুলতে আগে অফলাইন ব্যবস্থা ছিল। ইদানিং অনলাইন পদ্ধতিতে বাড়ি বসেই এই অ্যাকাউন্ট খুলে স্টক মার্কেটে লগ্নি করা যায়। এই ডিম্যাট অ্যাকাউন্টেই শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড, ETF- সব রাখা যায়।
অজস্র ব্য়াঙ্ক ও শেয়ার ব্রোকিং সংস্থা এই অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয়। নিজের সুবিধা ও পছন্দ মতো DP বেছে নিতে হবে। এই পরিষেবার জন্য নানা ক্ষেত্রে নানা ধরনের চার্জ নেওয়া হয়। নিজের সুবিধা অনুযায়ী তুলমূল্য বিচার করে নিতে হবে।
DP প্ল্যাটফর্ম বেছে নিয়ে সেখানে গিয়ে অনলাইনে একটি ফর্ম ভরতে হবে। নাম, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, বাড়ির ঠিকানা-সহ একাধিক তথ্য লাগবে। প্রয়োজন হবে প্যান কার্ডের তথ্য।
যে কোনও ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই লগ্নির জন্য টাকা যাবে, আবার স্টক বেচে টাকা তুললে ওই অ্যাকাউন্টেই টাকা ফিরবে। শেয়ার থেকে ডিভিডেন্ট পেলেও ওই অ্য়াকাউন্টে সরাসরি পড়বে।
ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময় নির্দিষ্ট ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নম্বর, অ্যাকাউন্টের বিবরণ, IFSC কোড দিতে হবে।
ছবি, অন্যান্য় নথি, ঠিকানার প্রমাণের নথি আপলোড করতে হবে যেমন চাওয়া হবে। অনেক প্ল্যাটফর্মে রেজিস্টার্ড নম্বরে ওটিপি আসে, সেটা দেওয়ার পরে বাকি তথ্য দিয়ে E-KYC করতে হয়।
অনেকসময় DP থেকে কোনও এজেন্ট যোগাযোগ করে বাকি কাজগুলি সেরে ফেলে। ইদানিং অ্যাপ বেসড প্ল্যাটফর্মে পুরোটাই অনলাইনে এবং একদিনে হয়ে যায়। তারপরেই শুরু করতে পারেন বিনিয়োগ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -