Car Discount Offer: হুন্ডাই-রেনোঁ দিচ্ছে বাম্পার ক্যাশ ডিসকাউন্ট, দেখে নিন ছাড় পাবেন কোন গাড়িতে
আপনি যদি একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেন, তবে এই সময় ভাল সুযোগ দিচ্ছে কিছু কোম্পানি।বর্তমানে, রেনোঁ ও হুন্ডাইয়ের হট-সেলিং মডেলগুলিতে দেওয়া হচ্ছে অনেকগুলি অফার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppHyundai Grand i10 NIOS পেট্রোল, ডিজেল ও সিএনজি তিনটি ইঞ্জিন বিকল্পের সঙ্গে পাওয়া যায়। এটি ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় উভয় গিয়ারবক্সের সঙ্গেই পাবেন। এতে ৩৫,০০০ টাকা পর্যন্ত নগদ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও এতে এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে কোম্পানি।
নিরাপত্তার দিক দিয়েও খুব একটা পিছিয়ে নেই হুন্ডাই রেনোঁর মডেলগুলি। দেশের রাস্তায় অন্যদের সঙ্গে টাফ কম্পিটিশন দেয় এই গাড়িগুলি।
Renault Triber কোম্পানির একটি ৭ আসনের এমপিভি। এতে রয়েছে ১০,০০০ টাকার নগদ ছাড়, ১০,০০০ টাকার বিনিময় বোনাস৷ এছাড়াও, ১০,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট ও ৫০০০ টাকা পর্যন্ত গ্রামীণ অফার রয়েছে এই গাড়িতে ।
কিছু গাড়ির সিএনজি মডেল থাকায় চাহিদা বাড়ছে বাজারে। পেট্রল, ডিজেলের দাম বেশি হওয়ায় এখন সিএনজি মডেলের দিকে ঝুঁকছেন অনেকেই।
Hyundai Aura এটি একটি কমপ্যাক্ট সেডান। এটি পেট্রল ও সিএনজি উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। এতে ১০,০০০ টাকার নগদ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও, POI ও কর্পোরেট অফার রয়েছে এই গাড়িতে।
ট্র্যাফিক সিগনালে এমনিতেই নজর কাড়ে এই গাড়িগুলি। কয়েক বছর হয়ে গেলেও ভারতের বাজারে খুব একটা চাহিদা কম হয়নি এই এমপিভি, হ্যাচ ও কমপ্যাক্ট সেডানের।
Renault Kwid: এটি কোম্পানির সবচেয়ে সস্তা গাড়ি। এতে রয়েছে ১০,০০০ টাকার নগদ ছাড় ছাড়াও ১০,০০০ টাকার বিনিময় বোনাস৷ এছাড়াও, ১০,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট ও ৫০০০ টাকা পর্যন্ত গ্রামীণ অফার রয়েছে।
সবথেকে বড় বিষয় , এই সব গাড়ি ভারতের রাস্তায় বহুল জনপ্রিয় গাড়ির মধ্যে পড়ে। হন্ডাই ও রেনোঁর এই গাড়িগুলি ইতিমধ্যেই দেশের জনগণের চাহিদা পূরণ করেছে।
Hyundai Santro: ২০১৮ সালে লঞ্চ করা হয়েছিল এই গাড়ি। পেট্রল ও সিএনজি ভ্যারিয়েন্টে পাওয়া যায় এই হ্যাচব্যাক। এতে ১০,০০০ টাকার নগদ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও, POI ও কর্পোরেট অফারও রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -