2022 Hyundai Palisade: রাস্তায় বেরোলে নজর কাড়বেই, হুন্ডাই আনছে এই 'রোডসাইড মনস্টার'
Hyundai এর US অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে গাড়ির টিজার। Hyundai Palisade ফেসলিফ্ট একটি বড় গ্রিল, LED হেডল্যাম্প ও একটি নতুন বাম্পার সহ আসছে। একটি বর্গাকার ফ্রন্ট ফেসিয়া পেয়েছে এই গাড়ি। এছাড়াও Palisade SUV সামনের বাম্পারের পাশাপাশি পাশের স্কার্টে একটি কনট্রাস্ট ইনসার্ট দেওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2022 Hyundai Palisade আগামী 13 এপ্রিল বিশ্বব্যাপী প্রিমিয়ারের জন্য প্রস্তুত। আসন্ন Hyundai Palisade SUV নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শোতে লঞ্চ করা হবে।
Hyundai Palisade-এ ইন্টেরিয়র আপগ্রেডের মধ্যে রয়েছে একটি 12.3-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। সঙ্গে পাবেন অটো-ডিমিং সাইড মিরর, হাইড্রোফোবিক উইন্ডো, হাইওয়ে ড্রাইভিং অ্যাসিস্ট 2.0 ও একটি ফুল-ডিসপ্লে রেয়ারভিউ মিরর। নিরাপত্তার ক্ষেত্রে, SUV রিভার্স AEB, কার্ভ কন্ট্রোলের সঙ্গে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, রিমোট স্মার্ট পার্ক অ্যাসিস্ট, টো মোড ও আরও অনেক কিছু দিয়ে সজ্জিত।
প্রযুক্তিগতভাবে, 2022 Hyundai Palisade দুটি ইঞ্জিন বিকল্পের সাথে দেওয়া হবে। যার মধ্যে পাওয়া যাবে একটি 2.2-লিটার টার্বো-ডিজেল ইঞ্জিন ও একটি 3.8-লিটার V6 পেট্রোল ইঞ্জিন৷ প্রথমটি 200 PS শক্তি ও 440 Nm টর্ক জেনারেট করবে। অন্যদিকে পেট্রোল ইঞ্জিন 295 PS সর্বোচ্চ শক্তি ও 355 Nm পিক টর্ক জেনারেট করার ক্ষমতা রাখে।
এটি 8 স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে পাওয়া যাবে। তবে, Palisade SUV আন্তর্জাতিক বাজারে আরও কিছু অপশনের সঙ্গে পাওয়া যাবে কিনা তা এখনও ঘোষণা করেনি হুন্ডাই।
লঞ্চ হলে Hyundai Palisade facelift-এর সম্ভাব্য প্রতিযোগী হবে Kia Telluride। 13 এপ্রিল নিউইয়র্ক ইন্টারন্যাশনাল মোটর শোতে পরবর্তী প্রজন্মের টেলুরাইডেরও লঞ্চ হবে।
তবে ভারতের রাস্তায় শীঘ্রই এই গাড়ি দেখা যাবে কিনা , সেই বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। একবার গাড়ির লঞ্চ হলেই পাওয়া যেতে পারে সেই খবর।
শোনা যাচ্ছে, গাড়ির সুরক্ষার দিকে বেশি নজর দিয়েছে কোম্পানি। এই গাড়িতে পাওয়া যেতে পারে ADAS ফিচার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -