Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টের শিকার আপনিও ? এই নম্বরে এক ফোনেই ফেরত পাবেন সব টাকা
দেশে ক্রমেই ডিজিটাল অ্যারেস্টের জালিয়াতি বেড়ে চলেছে। এক্ষেত্রে আপনাকে সাইবার অপরাধীরা ভিডিয়ো কলে গ্রেফতার করার হুমকি দেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাইবার জালিয়াতরা আপনাকে ভিডিয়ো কলে আপনার বিরুদ্ধে একটি গুরুতর মামলা দায়ের করতে পারেন আর সেই ভয়ে অনেকেই জালিয়াতদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন।
লক্ষ লক্ষ টাকা এভাবে জালিয়াতি হয়ে যায় অনেক নিরপরাধ ব্যক্তির। তবে এই ঘটনার শিকার হলে আপনাকে কিছু পদ্ধতি মেনে চলতে হবে।
ডিজিটাল অ্যারেস্টের শিকার হলে বিভ্রান্ত না হয়ে আপনাকে প্রথমেই নিকটস্থ থানায় অভিযোগ জমা করতে হবে এবং একটি নম্বরে ফোন করতে হবে।
এক্ষেত্রে ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-তে ফোন করে আপনাকে অভিযোগ জানাতে হবে।
পুলিশ সাইবার জালিয়াতদের অ্যাকাউন্ট চিহ্নিত করে ফ্রিজ করাতে পারলেই আপনার খোয়ানো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
কোনো সংস্থার আধিকারিকরা আপনাকে ভিডিয়ো কলে এভাবে সমন পাঠাতে পারেন না। ফলে এই ঘটনা ঘটলে বিভ্রান্ত হওয়ার দরকার নেই।
ভিডিয়ো কল ছাড়াও ইমেল, হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাতে পারে এই জালিয়াতরা কিন্তু তা কখনই বৈধ নয়।
সাইবার জালিয়াতি থেকে বাঁচতে হলে অপরিচিত নম্বর থেকে ভিডিয়ো কল এড়িয়ে চলা দরকার যথাসম্ভব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -