Gautam Adani: চিন্তা বাড়ছে আদানি গ্রুপের, বুধেও কি স্টকে ধস ?
শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)-র সিদ্ধান্তে এবার বড় সমস্যার মুখে পড়লেন গৌতম আদানি। সম্প্রতি আদানি গ্রুপের বিরুদ্ধে চুক্তির তদন্তের খবরে ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি বড় ধাক্কা খেয়েছেন। তার সম্পদ কমেছে ১ বিলিয়ন ডলারের বেশি। পাশাপাশি বিশ্বের ধনীদের তালিকায় আরও নিচে নেমে গেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১ এপ্রিল আদানি গ্রুপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। যেখানে বলা হয়েছে, ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক রসংস্থা সেবি তিনটি বিদেশি কোম্পানির সঙ্গে আদানি গ্রুপের লেনদেনের তদন্ত করছে। এই ক্ষেত্রে লেনদেনের সময় নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে সন্দেহ করছে সেবি। রিপোর্টে আরও বলা হয়েছে, যে তিনটি সংস্থার বিরুদ্ধে সন্দেহ, সেগুলি গৌতম আদানির ভাই বিনোদ আদানির সঙ্গে সম্পর্কিত। এগুলির বিরুদ্ধেই তদন্ত করছে সেবি।
SEBI-এর তদন্তের খবর আসার পর সোমবার বাজার খুলতেই আদানি গ্রুপের সব শেয়ার লাল দাগে চলে যায়। বাজার বন্ধ হওয়ার সময় আদানি এন্টারপ্রাইজ 1.89 শতাংশ, আদানি গ্রিন এনার্জি 4.96 শতাংশ, আদানি পোর্টস 0.65 শতাংশ, আদানি পাওয়ার 0.55 শতাংশ। শতাংশ, আদানি উইলমার 2.50 শতাংশ, আদানি টোটাল গ্যাস 2.58 শতাংশ এবং এনডিটিভি 2.87 শতাংশ কমেছে। একই সময়ে আদানি ট্রান্সমিশনে ৫ শতাংশের লোয়ার সার্কিট দেখা গেছে।
সেবি-র তদন্তের খবর আসার পর গৌতম আদানির মোট সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। ২৪ ঘণ্টায় তার সম্পদ ১.২ বিলিয়ন ডলার কমেছে। এছাড়াও গৌতম আদানি ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকায় ২৪ নম্বর থেকে ২৭ নম্বরে নেমে এসেছেন। ফোর্বসের মতে, গৌতম আদানির মোট সম্পদ ৪৩.১ বিলিয়ন ডলার।
হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে গৌতম আদানির সমস্যা বেড়েই চলেছে। গত ২৪ জানুয়ারি প্রকাশিত হয়েছিল এই রিপোর্ট।
এরপরই আদানি গ্রুপের মার্কেট ক্যাপ ১২০ বিলিয়ন ডলার কমেছে। পাশাপাশি গৌতম আদানির প্রায় ১০০ বিলিয়ন ডলারের সম্পত্তি লোপ পেয়েছে।
বুধবার ভারতীয় শেয়ার বাজারের দিকে এখন নজর রয়েছে বিনিয়োগকারীদের। সেখানে আদানি গ্রুপের স্টকের কী অবস্থা হয় এখন সেটাই দেখার।
চলতি সপ্তাহে ২ দিন মার্কেট বন্ধ। মহাবীর জয়ন্তীর পর শুক্রবারও বন্ধ থাকবে দালাল স্ট্রিট।
তবে বুধের বাজার দেখে আদানি গোষ্ঠীর স্টকের সম্পর্কে ধারণা করতে পারবেন বিশেষজ্ঞরা। বিশে, করে স্টক কোথায় সাপোর্ট নিতে পারে তা আন্দাজ করতে পারবেন বিনিয়োগকারীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -