Gold Price: দাম কি কমল? আজ সোনা কিনতে গেলে কত দাম পড়বে?
২৪ ক্যারেট মূলত কয়েন বা বার হয়। গয়না তৈরি হয় ২২ ক্যারেটের সোনা দিয়ে। আজ সেই দাম কী? এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৬৪৩ টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্রেতারা যদি দোকানে সোনার গয়না বেচতে যান। তাহলে দাম কী পাবেন? এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে গ্রাম প্রতি দাম পাওয়া যাবে ৫৩১৬ টাকা।
এছাড়াও ১৮ ক্যারেটের সোনাও পাওয়া যায়। যা দিয়েও কিছু বিশেষ বিশেষ গয়না তৈরি হয়। এ দিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রাম ৪৬৫০ টাকা।
রূপার দামও প্রতিদিন ওঠানামা করে। বৃহস্পতিবার প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭১০৪৩ টাকা।
সোনা ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। অর্থাৎ সোনার দোকানে গয়না কিনতে গেলে জিএসটি যেমন যুক্ত হবে, তেমনই মেকিং চার্জ এবং আরও কিছু চার্জ লাগতে পারে।
বৃহস্পতিবার সোনার যে যে দাম জানা গিয়েছে তা জানানো হয়েছে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)-এর তরফ থেকে। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
গত বেশ কিছুদিন ধরেই ২৪ ক্যারেটের সোনার (today gold rate 22 carat) দাম প্রতি ১০ গ্রাম ৬০ হাজার টাকার নীচেই রয়েছে। ভারতের শেয়ার মার্কেটে এখন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, স্টক মার্কেটে উত্থান হওয়ার সোনার দাম কিছুটা হলেও লাগামে থাকছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -