Gold Price Today : বিয়ের মরশুমেই সোনার দামে সুখবর, জেনে নিন আজকের রেটচার্ট
অগ্রহায়ণ মাস চলছে। পৌষ মাসটি হিন্দু পরিবারগুলিতে সাধারণত যে কোনও শুভ কর্ম এড়িয়ে চলা হয়। এখন ভরপুর বিয়ের মরসুম। সেই সঙ্গে নানা শুভ কাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরপর পৌষ পেরোলেই মাঘ মাসেই ফের বিয়ের মরসুম। ফলে এখন থেকেই সোনা কিনতে তুঙ্গে থাকবে ব্যস্ততা। এইসময় সোনার দোকানে কেনাকাটাও বাড়ে। তাই নজর থাকে নিত্যদিনের সোনার দামে ওঠানামাতেও।
প্রতিদিন সোনা-রুপোর (gold price) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
২৪ ক্যারেট (Fine Gold 995)সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৬২৩১ টাকা।
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৬০১৯ টাকা।
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫৬৭০ টাকা।
১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৯৬০ টাকা।
রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে তাইলে খরচ পড়বে ৭৪৬৩৪ টাকা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -