Gold Price Today : গণেশ চতুর্থীর পুণ্যলগ্নে সোনা কিনতে চান ? রইল বাংলার বাজারে সোনা-রুপোর দাম
সোনার (Gold Price) সঙ্গে সৌভাগ্যের যোগ খুঁজে পান অনেকেই। search সোনা অনেকের কাছে বিনিয়োগের উত্তম উপায়ও বটে। আর যে কোনও শুভ অনুষ্ঠানে search সোনা কিনে সমৃদ্ধিকে ঘরে বাঁধতে চান অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিদিনই ওঠানামা করে সোনার দাম। সোনার সঙ্গে জড়়িয়ে থাকে বাঙালির আবেগ। যে কোনও শুভ অনুষ্ঠানের আগে, শুভ সময়ে, পুজোর সময়ে অল্প হলেও সোনায় নজর থাকেই।
রোজই বদলায় সোনার দাম, বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর (Gold Silver Price) সঠিক দাম কত?
এক ক্লিকেই জেনে নিতে পারবেন । জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)* । আপডেট পাবেন এবিপি লাইভে।
বাংলার বাজারে ২৪ ক্যারেট (Fine Gold 995)সোনার দাম সোমবার কত হল ? ১ গ্রামের দাম ৫৯১৯ টাকা
গণেশ চতুর্থীর আগে ২২ ক্যারেট সোনা কিনতে চান ? বেশির ভাগ সোনার গয়নাই তৈরি হল ২২ ক্যারেট সোনা দিয়ে। কিনতে গেলে আজ ১ গ্রামের দাম পড়বে ৫৭১৬ টাকা।
২২ ক্যারেট সোনার গয়না বিক্রি করলে কিন্তু কেনা দামে বিক্রি করতে পারবেন না। সোনা বিক্রির দাম আলাদা। ১ গ্রাম কিনতে লাগবে ৫৩৮৪ টাকা।
১৮ ক্যারেট সোনা দরকার পড়ে সেটিং বা হিরের গয়না তৈরি করতে। ১ গ্রাম সোনার দাম পড়বে ৪৭১০ টাকা।
যাঁদের রুপো কেনার শখ আছে, তাদের জন্য এবিপি লাইভ জানাচ্ছে বাংলার বাজারে আজকের রুপোর দাম। ১ কেজির দাম ৭২৩৭০ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -