Gold Price Today : আজ বাংলায় সোনার দাম কত ?
এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর (Gold silver price) দামের দিকে চোখ যায় না যাঁর। আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম (silver price) কত চলছে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।
প্রতিদিন সোনা-রুপোর (gold price) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
আজ ২৫সেপ্টেম্বর ২৪ ক্যারেট (Fine Gold 995) সোনার ১ গ্রামের দাম পড়ছে ৫৯০৩ টাকা। এই সোনা সবথেকে খাঁটি।
২২ ক্যারেট সোনা হল গয়নার সোনা। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৫৭০২ টাকা।
২২ ক্যারেট সোনা দিয়েই মূলত গয়না গড়ানো হয়। এই সোনা বিক্রি করতে গেলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫৩৭২ টাকা।
১৮ ক্যারেট অর্থাৎ পাথর সেটিং বা হিরের গয়না তৈরির করতে যে সোনা ব্যবহার করা হয়। এই সোনা ১ গ্রাম কিনতে দাম পড়বে ৪৬৯৯ টাকা।
আজকের রুপোর দাম ১ কেজির জন্য ৭৩২৯৯ টাকা। সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -