Gold Silver Price Today : মঙ্গলে সস্তা হল সোনা, রুপোরও নামল দাম !
সোনার সঙ্গে জড়়িয়ে আছে বাঙালির সেন্টিমেন্ট। শুভ কোনও অনুষ্ঠান হোক বা পুজো আচ্চা , সোনার প্রয়োজন হবেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোজই বদলায় সোনার দাম, বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর (Gold Silver Price) সঠিক দাম কত?
প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন । জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
আজকের দর (৭ অগাস্ট, ২০২৩) মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Indicative Hallmark Gold Jewellery ) (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৯১৯ টাকা।
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭১৮ টাকা।
এদিন ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৮৬ টাকা।
১৮ ক্যারেট: এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭১১ টাকা। হিরের গয়না তৈরিতে লাগে ১৮ ক্যারাটের সোনা।
রুপোর দাম (Silver Price) এদিন প্রতি ১ কেজি রুপো (৯৯৯)-এর দাম ৭১,২৮৩ টাকা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -