Gold Silver Prices Today: সোনার দর এখনও ৪৮ হাজারের কম, আজ কত দাম সোনা ও রুপোর?
বর্তমানে ভারতীয় বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৮ হাজার টাকার নিচে রয়েছে। এক্ষেত্রে এমনিতে অপেক্ষাকৃত কম দামে সোনা ক্রয়ের সুযোগ রয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্চে আজ সোনার দামে বৃদ্ধি দেখা গিয়েছে। এমসিএক্সে সোনার দাম ০.৪৪ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে হয়েছে ৪৭,৬৪২ টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়াও বেড়েছে রুপোর দামও। আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্চ (এমসিএক্স)-এ রুপোর দাম .৪৩ শতাংশ বেড়ে প্রতি কেজিতে ৬২,৭৭৫ টাকায় লেনদেন হচ্ছে।
আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে আমেরিকার বাজারে ফিউচার গোল্ডের দামেও বৃদ্ধি দেখা গিয়েছে। এক্ষেত্রে ০.৩ শতাংশ বেড়ে এখানে সোনার দাম প্রতি আউন্সে হয়েছে ১৭৯৪.৯৬ ডলার।
IBJA এদিনের সোনা-রুপোর দর জানিয়েছে। মিসড কল দিয়ে ও অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সোনা ও রুপোর বর্তমান দাম জেনে নিতে পারেন। শনি ও রবিবার এবং ঘোষিত ছুটির দিনে দাম জারি করা হয় না।
দাম জানতে চাইলে 8955664433 মিসড কল দিয়ে জানতে পারা যায়। মিসড কল দিলে এসএমএস আসবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট www.ibja.co বা ibjarates.com- এও দেখা যেতে পারে।
সোনা কিনতে চাইলে তা কতটা খাঁটি, অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। এ জন্য সরকারি অ্যাপের ব্যবহার করা যেতে পারে। ‘BIS Care app’ এর মাধ্যমে শুদ্ধতা যাচাই করে নেওয়া যেতে পারে।
এছাড়াও এই অ্যাপের মাধ্যমে অভিযোগও জানানো যেতে পারে। সামগ্রীর লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হলমার্ক ঠিক না থাকলে গ্রাহক এই অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -