Small Saving Schemes: মধ্যবিত্তের জন্য সুখবর, কিষাণ বিকাশপত্র, সুকন্যা সমৃদ্ধিতে বাড়ল সুদ
স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল সরকার। ১ এপ্রিল থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় পাবেন ৮ শতাংশ সুদ। আগে যা ছিল ৭.৬ শতাংশ। তবে পিপিএফ-এ সুদের হার বাড়ায়নি সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগের ৭.১ শতাংশই রাখা হয়েছে হার। জেনে নিন, কোন কোন যোজনায় কী হারে সুদ বাড়িয়েছে সরকার।
মধ্যবিত্তের জন্য নতুন অর্থবর্ষে দারুণ খবর শোনাল মোদি সরকার। ১ এপ্রিল ২০২৩-২৪ অর্থ বর্ষের শুরুতেই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বাড়িয়েছে কেন্দ্র।
ট্যুইট করে এই নতুন সুদের হার সম্পর্কে ঘোষণা করেছে অর্থমন্ত্রক। যেখানে বলা হয়েছে,আগামী ৩০ জুন অর্থাৎ দ্বিতীয় ত্রৈমাসিক শুরু না হওয়া পর্যন্ত এই নতুন স� �দের হার বলবৎ থাকবে।
মান্থলি ইনকাম অ্যাকাউন্টে আগে সুদ ছিল 7.10%, এখন তা বেড়ে হয়েছে 7.40%
জাতীয় সঞ্চয়পত্রেআগে সুদ ছিল 7.00% এখন তা বেড়ে হয়েছে 7.70%
সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আগে সুদ ছিল 7.60% , এখন তা বেড়ে হয়েছে 8.00%
কিষাণ বিকাশ পত্রে আগে সুদ ছিল 7.2% (120 মাস) এখন তা বেড়ে হয়েছে 7.5% (115 মাস)
সিনিয়র সিটিজেন সেভিংস আগে ছিল 8.00% , এখন হয়েছে 8.20%
- - - - - - - - - Advertisement - - - - - - - - -