Health Insurance: মঞ্জুর নাও হতে পারে স্বাস্থ্যবিমার ক্লেম, খেয়াল রাখতে হবে এই ৫ বিষয়
স্বাস্থ্যবিমা করানো এখনকার দিনে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। চিকিৎসার বর্ধিত খরচের থেকে নিজের সঞ্চয় বাঁচাতে এটি আবশ্যিক হয়ে পড়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাসিক বা বার্ষিক কিছু প্রিমিয়ামের বিনিময়ে একটা ভাল কভারেজের স্বাস্থ্যবিমা অনেকেই নিতে চান।
তবে স্বাস্থ্যবিমার প্রিমিয়াম ঠিকঠাক জমা দিলেও মাঝে মাঝে কারও কারও বিমার ক্লেম মঞ্জুর হয় না, সেক্ষেত্রে সমস্যায় পড়েন গ্রাহক।
ক্লেম যাতে মঞ্জুর হয়, তাঁর জন্য আগে থেকেই আপনার স্বাস্থ্যবিমার এই ৫ বিষয়ে ভাল মত নজর দিতে হবে।
বিমার দাবি জানানোর সময় সেই আবেদনে তথ্য অসম্পূর্ণ থাকলে বা কোনও জরুরি তথ্যের উল্লেখ না থাকলে সেই ক্লেম মঞ্জুর নাও হতে পারে।
বিমা নেওয়ার আগে থেকে কোনও রোগ ছিল কিনা, তা না জানিয়ে রাখলে বিমা সংস্থা আপনার দাবি উচিত সময়ে অনুমোদন নাও করতে পারেন।
স্বাস্থ্যবিমা নেওয়ার সময় ভালমত দেখে নিতে হবে সেই বিমার মধ্যে কী কী বিষয় ছেড়ে রাখা আছে অর্থাৎ কোন কোন বিষয় বিমার অন্তর্ভুক্ত নয়।
প্রতিটি বিমা সংস্থা তাদের নিজেদের একটি নির্দিষ্ট দাবি জানানোর সময় নির্ধারণ করে রেখেছে। সঠিক সময়ে দাবি জানালে তা মঞ্জুর হবে।
আর সবথেকে বড় বিষয় হল নথি। তথ্যপ্রমাণের জন্য যা যা নথি প্রয়োজন তা বিমার দাবি জানানোর সময় আবেদনের সঙ্গে জুড়ে দিতে হবে।
কোনও ব্যক্তির স্বাস্থ্যবিমার পলিসি ল্যাপস হয়ে থাকলে সেখানে ক্লেম জানিয়ে টাকা পাওয়াটা দুষ্কর হয়ে দাঁড়ায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -