Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Health Insurance: স্বাস্থ্যবিমা নেওয়ার সময় এই কাজ করলে বাঁচবে চিকিৎসার বাড়তি খরচ, দেখে নিয়েছেন ?
স্বাস্থ্যবিমা নেওয়ার আগে বহু বিষয় ভাল করে খুঁটিয়ে দেখে নিতে হয়। কত প্রিমিয়াম দিতে হবে, কী কী সুবিধে আপনি পাবেন ইত্যাদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিকিৎসার জন্য যে কভারেজ দেবে বিমা পলিসি, সেই অঙ্ক ছাড়াও আরও কিছু বাড়তি খরচ থাকে যা কভারেজে থাকে না।
সেই খরচ দিতে গিয়ে অনেক সময়েই পকেটে টান পড়ে গ্রাহকদের। এর মধ্যে অন্যতম হল হাসপাতালের কনজিউমেবলস।
এই খরচের মধ্যে ধরা থাকে গ্লাভস, মাস্ক, তুলো, সূঁচ, পোশাক, অন্যান্য ডিসপোজেবল উপাদাম। এছাড়া ঘরের কিছু খরচ থাকে।
এমনকী দাঁতের ব্রাশ, মাজন, শ্যাম্পু, টিস্যু পেপার, চটির খরচও এতে যোগ করা হয়। চিকিৎসার মূল খরচ কভারেজের টাকা থেকে পেলেও এই খরচ অনেক সময় নগদেই দিতে হয়।
তবে স্বাস্থ্যবিমা নেওয়ার সময় একটি রাইডার বা অ্যাড অন নেওয়া থাকলে তার মধ্যেই এই কনজিউমেবলসের খরচ যুক্ত থাকে।
ফলে এই রাইডারের কারণে গ্রাহকের বাড়তি খরচ ১৮ শতাংশ পর্যন্ত বেঁচে যায়। কারও হাসপাতালের বিল যদি ৫ লক্ষ টাকা হয় আর তার মধ্যে যদি ১.৫ লক্ষ টাকা কনজিউমেইলসে ধরা থাকে, তাহলে বিমা সংস্থা কেবলমাত্র ৩.৫ লক্ষ টাকাই কভারেজ দেবে।
বাকি টাকা গ্রাহককে নিজেকে দিতে হবে নগদে, আর এই সমস্যা দূর করে দেয় এই বিশেষ রাইডার। এর জন্য প্রিমিয়ামের সঙ্গে বাড়তি কিছু টাকা যোগ করে দিতে হয় প্রতি বছর।
যেমন কেয়ার হেলথ কেয়ার সুপ্রিম বিমা পলিসিতে ২৫ লক্ষ টাকার কভারেজের জন্য মূল প্রিমিয়াম দিতে হবে ১০,৪৭৯ টাকা আর রাইডারের জন্য আলাদা ৪৫২ টাকা দিতে হবে।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই বিমা পলিসি সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও পলিসি সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -