Post Office : পিপিএফ-এর টাকা জমা করুন বাড়িতে বসেই, এভাবে হবে 'অসাধ্য় সাধন'।
টাকা জমা দেওয়ার জন্য পোস্ট অফিসে যেতে হবে না। বাড়িতে বসেই জমা দিতে পারবেন পোস্ট অফিসের পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে। সহজেই ডিজিটাল পেমেন্ট করা যাবে এই প্রকল্পগুলিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর জন্য আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payment Bank) সেভিংস অ্যাকাউন্ট থাকা আবশ্যক। ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট IPPBর মাধ্যমে পরিচালিত হয়। এর সাহায্যে আপনি ঘরে বসেই পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ও সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে অনলাইনে টাকা জমা করতে পারেন।
আপনি যদি মোবাইল থেকে এই অ্যাকাউন্টগুলিতে তহবিল স্থানান্তর করতে চান, তাহলে আপনি IPPB মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারেন।
পোস্ট অফিসে বর্তমানে ৯ ধরনের সঞ্চয় স্কিম চলছে। এর মধ্যে রেকারিং ডিপোজিট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের নাম রয়েছে। মনে রাখবেন, বেশিরভাগ পোস্ট অফিস সেভিংস স্কিম আয়করের ধারা 80C-এর অধীনে কর ছাড় পায়।
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে IPPB অ্যাকাউন্টে টাকা জমা করুন ও তারপর DOP প্রোডাক্টে যান
এবার পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি নির্বাচন করুন আপনি যদি পিপিএফ-এ টাকা স্থানান্তর করতে চান, তাহলে পিপিএফ নির্বাচন করুন
PPF অ্যাকাউন্ট নম্বর লিখুন, তারপর DOP গ্রাহক আইডি লিখুন আপনি নিজেই IPPB অ্যাপ থেকে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন
আপনার SSA অ্যাকাউন্ট নম্বর, DOP গ্রাহক আইডি অনুসরণ করুন এখানে জমার পরিমাণ লিখুন আপনি আপনার মোবাইল ফোনে IPPB থেকে একটি সফল পেমেন্ট ট্রান্সফার বার্তা পাবেন।
আপনার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে DOP ই-ব্যাঙ্কিং পোর্টালে লগ ইন করুন General Services ট্যাবে ক্লিক করুন ও Service Requests-এ যান।
New Request-এ ক্লিক করুন পিপিএফ অ্যাকাউন্ট নির্বাচন করুন ও তারপরে ওপেন পিপিএফ অ্যাকাউন্টে ক্লিক করুন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -