Hyundai Verna GNCAP: নতুন চমক, বিশ্বের গাড়ির সুরক্ষা রেটিংয়ে ৫ স্টার পেল হুন্ডাই ভার্না
Hyundai Verna গ্লোবাল NCAP সেফটি রেটিং-এ 5 স্টার রেটিং অর্জন করেছে। Bharat NCAP শুরু হওয়ার আগেল এই গাড়ি যাত্রী সুরক্ষায় টাটা (Tata)-মহিন্দ্রার (Mahindra) মতো রেটিং (Safty Rating) । এই গাড়িটি প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয় নিরাপত্তার (Crash Test) নিরিখে ভাল নম্বর পেয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোম্পানি জানিয়েছে, ক্র্যাশ টেস্টের জন্য বেস স্পেসিফিকেশন ভার্না ব্যবহার করা হয়েছে। এতে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে ESC এবং 6টি এয়ারব্যাগ রয়েছে। যা 5 স্টার রেটিং এর জন্য প্রয়োজন হয়। GNCAP এর মতে, এর গঠন বেশ ভাল। পথচারীদের নিরাপত্তা, সাইড প্যাসেঞ্জার নিরাপত্তা, পোল সুরক্ষার পাশাপাশি সামনের যাত্রীর সুরক্ষার মূল্যায়নের ভার্নাকে এই রেটিং দেওয়া হয়েছে।
সাধারণত সবথেকে মজবুত গাড়িগুলি এই ফাইভ স্টার রেটিং পেয়ে থাকে। Hyundai Verna হল প্রথম Hyundai গাড়ি যা 5 স্টার স্কোর পেয়েছে। এই সেডান গাড়ির ড্রাইভারের মাথা ও ঘাড়ের সুরক্ষায় ভাল রেটিং এনেছে। এ ছাড়াও চালক ও যাত্রীর হাঁটুর সুরক্ষার ক্ষেত্রে কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য দেখা গেছে এই গাড়িতে।
ভার্না ভক্সওয়াগেন ভার্টাস ও স্কোডা স্লাভিয়ার মতো যানবাহনের সঙ্গে এই গাড়ি প্রতিযোগিতায় নেমেছে। যেগুলিও GNCAP-তে 5 স্টার রেটিং পেয়েছে।
সম্প্রতি ভারত এনসিএপি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। যে কারণে এখন দেশে তৈরি গাড়িগুলিকে নিরাপত্তা রেটিং এর জন্য GNCAP-এর মতো প্রতিষ্ঠানে যেতে হবে না। এখন যানবাহনকে সেফটি রেটিং দেওয়ার কাজটি ভারতীয় সংস্থা ভারত এনসিএপি নিজেই করবে। যা 2023 সালের অক্টোবর থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে।
ভারত এই সেফটি রেটিংয়ে চালু করার ক্ষেত্রে পঞ্চম বিশ্বে দেশ। এর আগে এই প্রতিষ্ঠানগুলি আমেরিকা, চিন, জাপান এবং দক্ষিণ কোরিয়াতে সেফটি রেটিংয়ের কাজ করেছিল।
গ্লোবাল এনক্যাপ রেটিংয়ে দুরন্ত ফলের ওপর এবার বিক্রি বাড়তে পারে হুন্ডাই ভার্নার। যাত্রীরাও এবার টাটা, মহিন্দ্রার পাশাপাশি হুন্ডাইয়ের এই গাড়িতে ভরসা করতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -