Indian Economy: ২০২৭-এর মধ্যে বিশ্ব অর্থনীতিতে তৃতীয় হবে ভারত, টপকে যাবে এই দেশগুলিকে
হাতে আর কয়েকটা বছর। মাত্র চার বছরে বিশ্ব অর্থনীতিতে বড় জায়গা করে নেবে ভারত (Indian Economy)। পিছনে চলে যাবে জাপান (Japan), জার্মানি (Jermany)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকদিন আগেই ভারতের আর্থিক বিকাশ (Indian Economic Growth) নিয়ে বড় আশা প্রকাশ করে বিশ্বের সবথেকে বড় বিনিয়োগকারী ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাক্স (Goldman Sachs)। পরবর্তীকালে সেই একই কথা শোনা যায়, ব্রিটিশ এমপি লর্ড করণ বিলিমোরিয়ারের মুখে। বিদেশের পর এবার সেই আশা প্রকাশ করল দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক SBI।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরা মনে করেছেন, ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। এর আগে এসবিআই বলেছিল, ২০২৯ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে দেশ। অতীতে একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে তিনি বলেন,ভাষণ,মোদি সরকারের তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের মধ্য়ে পূর্ণ হতে চলেছে মোদি সরকারের দ্বিতীয় রাজনৈতিক মেয়াদকাল।
স্টেট ব্যাঙ্কের অর্থনীতিবিদরা বলছেন, হঠাৎ করে এই আর্থিক উন্নতি হয়নি ভারতের। ২০১৪ সাল থেকেই শুরু হয়েছিল বীজ বোনা। বর্তমান ভারত যার সুফল পাচ্ছে। যেকারণে ভারতের জিডিপি বৃদ্ধির হার ২০২৩-২৪ সালে ৬.৫ শতাংশ হবে আশা করছেন বাজার বিশেষজ্ঞরা। বিশ্ব বাজারে মন্দার আবহ থাকলেও তুলনামূলকভাবে অনেকটাই স্বস্তিতে রয়েছে ভারত।
স্টেট ব্যাঙ্কের অর্থনীতিবিদদের মতে, ২০২৩ সালের মার্চের প্রকৃত জিডিপি পরিসংখ্যানের ভিত্তিতেই নতুন আশা দেখছে দেশ। ওই পরসংখ্যানই বলছে, এভাবেই দেশের আর্থিক উন্নয়ন চলতে থাকলে , ভারত ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। ২০১৪ সালে বিশ্বে ভারতের অর্থনীতি দশম স্থানে ছিল। আগামী ৪ বছরের মধ্যে যা সাত ধাপ এগোবে বলেই আশা করছে SBI।
SBI-এর মতে, ২০২৩-২৪ অর্থবর্ষে বছরের প্রথম ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার হবে ৮.১ শতাংশ। ব্যাঙ্ক জানিয়েছে, ভারতের অর্থনীতিতে এখন ৬.৫ শতাংশ থেকে ৭.০ শতাংশ বৃদ্ধির হার খুবই স্বাভাবিক বিষয়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ অনুমান করেছে।
SBI রিপোর্ট অনুসারে, ভারতের অর্থনীতি ২০২২ থেকে ২০২৭ সালের মধ্যে ১.৮ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পাবে। এর মানে হল এই ৫ বছরে ভারতের জিডিপি বৃদ্ধি অস্ট্রেলিয়ার সমগ্র অর্থনীতির বর্তমান আয়তনের থেকেও বেশি হবে। ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী জিডিপিতে ভারতের শেয়ার হবে ৪ শতাংশ। এসবিআই বলছে, ২০৪৭ সালে ভারত যখন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, তখন জিডিপির আকার হবে ২০ ট্রিলিয়ন ডলার।
এর আগে গোল্ডম্যান স্যাক্স বলেছে, আমেরিকাকে পিছনে ফেলে ভারত ২০৭৫ সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। একই সময়ে ব্রিটিশ এমপি দাবি করেছেন, ২০৬০ সালে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে অর্থাৎ চিনকেও ছাড়িয়ে যাবে।
ভারতের জিডিপির আকার প্রায় ৩.৫ ট্রিলিয়ন ডলার। আমেরিকা প্রায় ২৬ ট্রিলিয়ন ডলারের সঙ্গে বিশ্বের বৃহত্তম অর্থনীতি। এরপর প্রায় ২০ ট্রিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিন। ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানি ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি জাপানও ভারতের চেয়ে এগিয়ে রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -