Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Credit Card: বিনা খরচে বছরে ৫০ লিটার পর্যন্ত তেল ভরাতে পারবেন গাড়ি-বাইকে ! কী সুবিধে এই ক্রেডিট কার্ডে ?
ক্রেডিট কার্ড থাকলে অনেকক্ষেত্রেই রিওয়ার্ড পয়েন্ট মেলে, ছাড়ও মেলে অনেক। গাড়ি বা বাইকে রোজ তেল ভরানোর ক্ষেত্রেও সুবিধে দিতে পারে ক্রেডিট কার্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক ধরনের ক্রেডিট কার্ড ব্যাঙ্কগুলি দিয়ে থাকে গ্রাহকদের যেগুলিকে বলা হয় ফুয়েল ক্রেডিট কার্ড যা পেট্রোল পাম্পে তেল ভরানোর সময় টাকা লেনদেনে সারচার্জ মকুব করে দেয়।
এইচডিএফসি ব্যাঙ্কের এমনই একটি ক্রেডিট কার্ড রয়েছে যার নাম ইন্ডিয়ান অয়েল এইচডিএফসি ক্রেডিট কার্ড।
এই ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে বছরে আপনি ৫০ লিটার পর্যন্ত পেট্রোল ডিজেল ভরানোর সুযোগ পাবেন, তাও সম্পূর্ণ বিনামূল্যে।
কী কী ফিচার্স আছে এই ফুয়েল ক্রেডিট কার্ডে ? দেখে নিন এক নজরে। এই ক্রেডিট কার্ড আপনার রোজকার খরচ বাঁচাতে পারে।
এই ক্রেডিট কার্ডের মাধ্যমে শুধু ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পেই লেনদেন করা যাবে। প্রত্যেক লেনদেনে পাওয়া যাবে খরচের ৫ শতাংশ ফুয়েল পয়েন্ট।
প্রথম ৬ মাসে আপনি সর্বোচ্চ ২৫০টি ফুয়েল পয়েন্ট পাবেন আর পরের ৬ মাসে পাবেন সর্বোচ্চ ১৫০টি ফুয়েল পয়েন্ট।
এছাড়া এই ক্রেডিট কার্ডে মাসকাবারির জিনিস, অন্যান্য বিল পেমেন্ট করলেও একইভাবে ৫ শতাংশ করে ফুয়েল পয়েন্ট পাবেন।
ইউপিআই লেনদেন সহ অন্যান্য সমস্ত কেনাকাটার ক্ষেত্রে ১৫০ টাকা খরচ করলে ১ শতাংশ হিসেবে পাবেন ফুয়েল পয়েন্ট।
১টি ফুয়েল পয়েন্ট মানে ০.৯৬ টাকা, অর্থাৎ কেউ যদি সারা বছর লেনদেন করে ৫১২৪ পয়েন্ট জমান তাহলে তিনি তা এনক্যাশ করে পাবেন ৪৯১৯ টাকা যা দিয়ে ৪০ লিটার মত তেল ভরানো যাবে বিনামূল্যে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -