এক্সপ্লোর
Investment Scheme: বন্ধ হয়ে যাবে মহিলাদের জন্য এই বিশেষ স্কিম ! কত মিলত রিটার্ন ? কীভাবে করবেন আবেদন ?
Mahila Samman Bachat Patra Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনা, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট যোজনা ছাড়াও আরও একটি এই ধরনের সরকারি স্কিম রয়েছে।
এই যোজনায় কী কী সুবিধে ?
1/9

মহিলাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বহু বিনিয়োগ প্রকল্প আনা হয়েছে সাধারণ মানুষের জন্য।
2/9

এই ধরনের প্রকল্পে মহিলা বিনিয়োগকারীরা টাকা রাখতে পারেন এবং একটি নির্দিষ্ট হারে সুদ পান। মেয়াদ শেষে নিশ্চিত টাকার রিটার্ন মেলে।
3/9

সুকন্যা সমৃদ্ধি যোজনা, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট যোজনা ছাড়াও আরও একটি এই ধরনের সরকারি স্কিম রয়েছে।
4/9

এর নাম মহিলা সম্মান বচৎ পত্র যোজনা যা দেশে শুরু হয়েছিল বিগত ২০২৩ সালের ১ এপ্রিল।
5/9

এই যোজনায় মহিলারা সবথেকে কম ১ হাজার টাকা জমা করাতে পারেন। সর্বোচ্চ ২ লক্ষ টাকা জমা করানো যায়।
6/9

এই স্কিমে টাকা রাখলে মহিলাদের আমানতের উপরে বছরে ৭.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায় যা ব্যাঙ্কের থেকে অনেকটাই বেশি।
7/9

সাধারণত ১৮ বছরের বেশি বয়সী মহিলারা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন, তবে এর কম বয়সী মেয়েদের জন্য তার অভিভাবকরা এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
8/9

শুধু তাই নয়, এই সরকারি স্কিমে টাকা বিনিয়োগের মাধ্যমে আয়করেও ছাড় পাওয়ার সুবিধে রয়েছে।
9/9

তবে সংবাদসূত্র অনুযায়ী এই সরকারি স্কিম এবার সম্ভবত বন্ধ হয়ে যেতে চলেছে। তাই এখনই
Published at : 11 Mar 2025 01:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























