Multibagger Stocks: ১ বছরেই ২০০ শতাংশ মুনাফা, দেখেছেন এই স্মলক্যাপ স্টক ?
এক বছরে আপনার টাকা তিনগুণ করে দিয়েছে এই স্টক। একেই বলে মাল্টিব্যাগার। ২০০ শতাংশ রিটার্ন এসেছে বিনিয়োগকারীদের পকেটে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টক মার্কেটে এমন অনেক শেয়ারের সন্ধানেই থাকেন বিনিয়োগকারীরা যেগুলি এভাবেই কম সময়ে পকেট ভরিয়ে দেয়। ছবি- ফ্রিপিক
এমনই একটি সংস্থার নাম পাওয়ার অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন লিমিটেড। গুজরাতের এই সংস্থার শেয়ারেই এসেছে দুরন্ত রিটার্ন। ছবি- ফ্রিপিক
এক বছরের মধ্যেই এই সংস্থার শেয়ার ৪১.৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২১.৯০ টাকা। প্রায় ৩ গুণের কাছাকাছি। ছবি- ফ্রিপিক
ফলে এক বছরেই বিনিয়োগকারীরা এই একটি স্টক পাওয়ার অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন লিমিটেড থেকেই ২০০ শতাংশ রিটার্ন পেয়েছেন। ছবি- ফ্রিপিক
তবে বিগত ৬ মাসে এই সংস্থার স্টক থেকে ৬৪ শতাংশ রিটার্ন এসেছে। স্মলক্যাপ স্টক হিসেবে দারুণ মুনাফার সুযোগ ছিল এই সংস্থায়। ছবি- ফ্রিপিক
৫ বছরের হিসেব দেখলে পাওয়ার অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন লিমিটেড সংস্থার স্টকে এসেছে ১২৭০ শতাংশের মুনাফা। ছবি- ফ্রিপিক
সোমবারও বাজারে এই সংস্থার শেয়ার এক লাফে ২ শতাংশ বেড়েছিল, বিনিয়োগকারীদের এখনও পকেট ভরাতে পারে এই স্টক। ছবি- ফ্রিপিক
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -