Mutual Fund: মিউচুয়াল ফান্ডে এককালীন টাকা রাখবেন ? ৩ বছরে দুরন্ত রিটার্ন এই ৬ মিডক্যাপ ফান্ডে
যে কোনও মিউচুয়াল ফান্ডে ২ ধরনের বিনিয়োগ হয়ে থাকে। একটি করা যায় ওয়ান টাইম বা লাম্পসাম যাকে সহজভাবে বলে এককালীন বিনিয়োগ আর অন্যটি SIP।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেখা গিয়েছে গত ৩ বছরের মেয়াদে ৬ টি মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগকারীরা পেয়েছেন দ্বিগুণ রিটার্ন। এগুলি সবই মিডক্যাপ ফান্ড।
মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ডে ৩ বছরে ১ লক্ষ টাকার বিনিয়োগ হয়ে গিয়েছে ২.৫২ লক্ষ টাকা। অর্থাৎ ৩৬.১৭ শতাংশ রিটার্ন।
কোয়ান্ট মিডক্যাপ ফান্ডে বিনিয়োগকারীরা পেয়েছেন ২৯.৭৬ শতাংশ রিটার্ন। এখানে ১ লক্ষ টাকা ৩ বছরে হয়েছে ২.১৯ লক্ষ টাকা।
এইচডিএফসি মিডক্যাপ অপরচুনিটিজ ফান্ডে ১ লক্ষ টাকা ৩ বছর আগে রাখলে আজকে তার মূল্য হত ২.১৩ লক্ষ টাকা।
এই তালিকায় চতুর্থ স্থানে আছে মহিন্দ্রা ম্যানুলাইফ মিডক্যাপ ফান্ড। এখানে বিনিয়োগকারীদের টাকা ৩ বছরে ২.০৫ গুণ বেড়েছে।
নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ডে ৩ বছরের মেয়াদে ১ লক্ষ টাকার বিনিয়োগ হয়েছে আজকের দিনে ২.০৫ লক্ষ টাকা।
এডেলউইস মিডক্যাপ ফান্ডে এককালীন ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৩ বছর পর তা থেকে আপনি রিটার্ন পেতেন ২.০১ লক্ষ টাকা।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -