Atal Pension Yojana: মাসে ২১০ টাকা জমিয়েই পাবেন ৫০০০ টাকার নিশ্চিত পেনশন ! কী সুবিধে এই স্কিমে ?
অবসরের চিন্তা করতে হয় অবসরের আগে থেকেই। কর্মজীবনে অল্প অল্প করে টাকা জমিয়ে তবেই অবসরের পর নিশ্চিত আয়ের উৎস তৈরি হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমন অনেক পেনশন প্রকল্প আছে যেখানে খুব সামান্য টাকা বিনিয়োগ করে হাজার পাঁচেক টাকা মাসে পেনশন পাওয়া যেতে পারে।
৩০-এর উপর বয়স হলে মাসে মাত্র ৬৮৯ টাকা দিয়েই এই পেনশন পেতে পারেন আপনি। আর ১৮ বছর বয়স হলে আপনাকে দিতে হবে মাসে ২১০ টাকা।
২০১৫-১৬ সালে বাজেট পেশের সময় এই অটল পেনশন যোজনার ঘোষণা করা হয়েছিল। প্রবীণ নাগরিকদের আয় সুরক্ষিত করতে, অসংগঠিত কর্মীদের নিরাপত্তা দিতে এই সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছিল।
অবসরের জন্য সঞ্চয়ের দিকে প্রণোদিত করছে সরকার এই প্রকল্পের মাধ্যমেই। এই প্রকল্প পরিচালনা করা হয় পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে এবং ন্যাশনাল পেনশন সিস্টেমের আর্কিটেকচারে।
এই অটল পেনশন যোজনার অধীনে গ্রাহকরা মাসিক ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন ৬০ বছর বয়সের পর।
কেন্দ্র সরকার এই ৫ হাজার টাকা পেনশনের মধ্যে ৫০ শতাংশ নিজে দেয়। যে সমস্ত ব্যক্তি আয়কর জমা দেন না, অর্থাৎ আয়করের সীমার মধ্যে আসেন না এবং অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত নন, তারা এই সুবিধে পাবেন।
আপনি যদি ৪০ বছর বয়সে এই স্কিমে বিনিয়োগ শুরু করেন, তাহলে আপনাকে মাসে ১৪৫৪ টাকা দিতে হবে। ৬০ বছর বয়স পর্যন্ত এই টাকা দিতে হবে আপনাকে।
আপনার বয়স ৩২ বছর হলে আপনাকে মাসে ৬৮৯ টাকা দিতে হবে আর তাতেই ৬০ বছর বয়সের পর আপনি মাসে ৫ হাজার টাকা করে পেনশন পেয়ে যাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -