Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Petrol Diesel Price Today: লিটারে ১০০ টাকা হল কি পেট্রল ! কলকাতায় কত দাম হল জ্বালানির ?
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা করলেও খুব একটা বদল হল না দেশীয় বাজারের দামে। বুধবার কিছু শহরে পেট্রল-ডিজেলের দামে পরিবর্তন দেখা গেলেও দেশের চার মহানগর অর্থাৎ দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতায় আগের দামই রয়ে গেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার সকালে দেশের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যেমন হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রোলিয়াম পেট্রল ও ডিজেলের দাম প্রকাশ করেছে।
দিল্লি-পেট্রোল 96.72 টাকা, ডিজেল 89.62 টাকা প্রতি লিটার চেন্নাই-পেট্রোল 102.63 টাকা, ডিজেল 94.24 টাকা প্রতি লিটার মুম্বই-পেট্রোল 106.31 টাকা, ডিজেল 94.27 টাকা প্রতি লিটার
কলকাতা-পেট্রোল 106.03 টাকা, ডিজেল 92.76 টাকা প্রতি লিটার পাটনা - পেট্রোল 108.12 টাকা, ডিজেল 94.86 টাকা প্রতি লিটার লখনউ- পেট্রোল 96.57 টাকা, ডিজেল প্রতি লিটার 89.76 টাকা
গাজিয়াবাদ - পেট্রোল 96.58 টাকা, ডিজেল প্রতি লিটার 89.75 টাকা লখনউ- পেট্রোল 96.57 টাকা, ডিজেল প্রতি লিটার 89.76 টাকা
বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ক্রমাগত উত্থান-পতন চলছে। বুধবার, WTI অপরিশোধিত তেলের দামের সামান্য পতন রেকর্ড করা হয়েছে। এখন ব্যারেল প্রতি 86.81 ডলারে লেনদেন হচ্ছে বাজারে। একই সময়ে ব্রেন্ট অপরিশোধিত তেলের দামেও সামান্য পতন হয়েছে ।
এটি ব্যারেল প্রতি 93.76 ডলারের কাছাকাছি লেনদেন করছে। মূলত, বাজারের এই অস্থিরতার কারণ, তেল উৎপাদনকারী দেশগুলোর অপরিশোধিত তেলের উৎপাদন কমিয়ে দেওয়া। এই সিদ্ধান্তের পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে ক্রমাগত উত্থান ঘটছে।
আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরাHPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান।
পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -