Recurring deposit: রেকারিংয়ে কোথায় বেশি লাভ ? পোস্ট অফিস, এসবিআই না এইচডিএফসি ব্যাঙ্ক !
ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য সুখবর দিয়েছে সরকার। অন্যান্য সব স্বল্প সঞ্চয় প্রকল্পের হার একই রেখে পাঁচ বছরের রোকরিং ডিপোজিট স্কিমের সুদ বাড়িয়েছে কেন্দ্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফিক্সড ডিপোজিট (FD) এর মতোই Recurring deposit (RDs) বেতনভোগী ও প্রবীণ নাগরিকদের মধ্যে এক জনপ্রিয় বিনিয়োগের মাধ্যম।
রেকারিং ডিপোজিট স্কিম নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়মিত মাসিক আমানতের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধি করার সুযোগ দিয়ে থাকে।
সরকার ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য পাঁচ বছরের রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার 6.5 শতাংশ থেকে বাড়িয়ে 6.7 শতাংশ করেছে।
SBI 5.75%-7% পর্যন্ত সুদের হার অফার করে এক বছর থেকে দশ বছরের RD-এর উপর ধরা হবে। এই হারগুলি 15 ফেব্রুয়ারি 2023 থেকে কার্যকর হবে৷
HDFC ব্যাঙ্ক 4.50% থেকে 7% পর্যন্ত সুদের হার অফার করে ছয় মাস থেকে দশ বছরে পরিপক্ক হওয়া RD-এর উপর। এই হারগুলি 24 জানুয়ারি 2023 থেকে কার্যকর হবে৷
পাঁচ বছরের RD হারের তুলনা: পোস্ট অফিস বনাম SBI বনাম HDFC ব্যাঙ্ক পোস্ট অফিস- 6.7% এসবিআই- 6.50% HDFC ব্যাঙ্ক- 7%
Post Office vs SBI vs HDFC Bank RD এসবিআই রেকারিং ডিপোজিটের মেয়াদ 1 বছর থেকে 10 বছরের মধ্যে থাকে। HDFC ব্যাঙ্ক ছয় মাস থেকে 120 মাস (10 বছর) পর্যন্ত RD অফার করে। পোস্ট অফিস শুধুমাত্র 5 বছরের মেয়াদের জন্য RDs অফার করে।
Post Office vs SBI vs HDFC Bank RD এসবিআই রেকারিং ডিপোজিটের মেয়াদ 1 বছর থেকে 10 বছরের মধ্যে থাকে। HDFC ব্যাঙ্ক ছয় মাস থেকে 120 মাস (10 বছর) পর্যন্ত RD অফার করে। পোস্ট অফিস শুধুমাত্র 5 বছরের মেয়াদের জন্য RDs অফার করে।
একটি SBI বা HDFC ব্যাঙ্কের RD অ্যাকাউন্ট চেক/নগদ দ্বারা খোলা যেতে পারে, কিন্তু পোস্ট অফিসে একটি RD অ্যাকাউন্ট শুধুমাত্র নগদে খোলা যেতে পারে।
1961 সালের আয়কর আইনের ধারা 80C-এর আওতায় ব্যাঙ্ক RD-তে বিনিয়োগগুলিকে কর থেকে ছাড় দেওয়া হয় না। তবে 5 বছরের পোস্ট অফিস মেয়াদি আমানত আয়কর আইন 1961-এর ধারা 80C-এর অধীনে কর ছাড়ের যোগ্য। ফলস্বরূপ পোস্ট অফিস ক্রয় TDS বিনিয়োগকারীকে 1.5 লক্ষ পর্যন্ত কর সঞ্চয়ের সুবিধা দেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -