এক্সপ্লোর
Jio Offer: বোনাস অফার দিচ্ছে জিও, এই রিচার্জে অনলাইন ফুড অর্ডারে মিলবে ৬০০ টাকার ছাড়; কীভাবে পাবেন এই সুবিধে ?
Jio Offer: এই প্ল্যানে জিওর তরফ থেকে ৫০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার মিলবে, ৫০ জিবির এআই ক্লাউড স্টোরেজ পাবেন আপনি। আর কী কী সুবিধে ?
জিও দিচ্ছে এই দারুণ অফার, কীভাবে পাবেন ?
1/9

অনলাইন ফুড ডেলিভারি এখন অনেক বেড়ে গিয়েছে দেশে। এবার জিও টেলিকম সংস্থা দেশে চালু করল অন অনলাইন ডেলিভারির জন্য বিশেষ অফার।
2/9

গ্রাহকদের তাদের ফুড অর্ডারের উপর ৬০০ টাকা ছাড় দেবে জিও। তবে জিওতে খাবার পাওয়া যাবে না, সুইগির অর্ডারে মিলবে এই ছাড়ের সুযোগ।
3/9

নতুন রিচার্জ প্ল্যান এনেছে রিলায়েন্স জিও। এই রিচার্জ প্ল্যানে ১০২৮ টাকা খরচ করলে সুইগি ওয়ান লাইটের সাবস্ক্রিপশন মেলে।
4/9

এই সাবস্ক্রিপশনের অধীনে ১৪৯ টাকার বেশি ফুড অর্ডারে ১০ বার ফ্রি ডেলিভারির সুযোগ, কোনও সার্জ প্রাইস লাগবে না।
5/9

তাছাড়া ২০ হাজারেরও বেশি রেস্তোরাঁ থেকে অর্ডার করার সময় ৩০ শতাংশ অতিরিক্ত ছাড় মিলবে। সুইগি জেনির পরিষেবায় ১০ শতাংশ ছাড়।
6/9

এভাবেই সব ছাড়ের হিসেব মিলিয়ে দেখা যাবে ৬০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি জিওর এই রিচার্জ প্ল্যান নিলে।
7/9

এই প্ল্যানে জিওর তরফ থেকে ৫০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার মিলবে, ৫০ জিবির এআই ক্লাউড স্টোরেজ পাবেন আপনি।
8/9

জিওর এই রিচার্জ প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিন। আনলিমিটেড কলিং, দিনে ১০০টি করে এসএমএস আর দৈনিক ২ জিবি করে হাইস্পিড ডেটার সুবিধে পাবেন।
9/9

তবে এই প্ল্যানে আপনি ৯০ দিন পর্যন্ত জিওসিনেমা প্রিমিয়ামের সাবস্ক্রিপশনও পাবেন। তবে এর জন্য প্ল্যান শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগে রিচার্জ করাতে হবে প্রতিবার।
Published at : 20 May 2025 04:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















