Salary News: ফের বেতন বাড়বে, কোন মাসে আসবে সুখবর ?
চলতি বছরেই ফের বেতন বাড়তে পারে সরকারি কর্মচারীদের। কদিন আগেই মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করেছিল কেন্দ্রীয় সরকার। তারপরেই বেড়েছিল কর্মীদের বেতন। শোনা যাচ্ছে, জুলাইতে ফের একবার বেতন বৃদ্ধির সুখবর দিতে পারে সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিভিন্ন সংবাদমাধ্যমের খবর বলছে, ডিএ হিসেবের জন্য এবার নতুন ফর্মুলা আনতে চলেছে কেন্দ্র।চলতি বছরের জুলাই মাসে ডিএ গণনার এই সূত্র বদল হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের ৪২ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। নতুন সূত্র কার্যকর হলে আরও বেতন বাড়বে কর্মীদের।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর বলছে, ডিএ হিসেবের জন্য এবার নতুন ফর্মুলা আনতে চলেছে কেন্দ্র।চলতি বছরের জুলাই মাসে ডিএ গণনার এই সূত্র বদল হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের ৪২ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। নতুন সূত্র কার্যকর হলে আরও বেতন বাড়বে কর্মীদের।
অতীতেও কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ও পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিলিফের আরও সুবিধা দিতে সরকার অনেকবার তার হিসাবে পরিবর্তন করেছে। গতবার, শ্রম মন্ত্রক মহার্ঘ ভাতার সূত্রে ভিত্তি বছর ও মজুরি হার সূচকের একটি নতুন ফরমুলা তৈরি করেছিল। আবারও এতে পরিবর্তন আসতে পারে বলে খবর।
মহার্ঘ্য ভাতার হিসাব মহার্ঘ ভাতার পরিমাণ বর্তমান ডিএ ও মূল বেতনের হারকে গুণ করার ভিত্তিতে গণনা করা হয়।
ধরুন, আপনার মূল বেতন ২৯ হাজার টাকা ও ডিএ ৪২ শতাংশ, তাহলে আপনার ডিএ ফর্মুলা হবে (৪২ x ২৯২০০) / ১০০। একইভাবে, পেনশনভোগীদের জন্যও ডিয়ারনেস রিলিফ গণনা করা হয়।
আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, মহার্ঘ ভাতার ওপর কর দিতে হয়। আইটিআর ফাইল করার সময় কর্মীদের মহার্ঘ ভাতার বিষয়ে সম্পূর্ণ তথ্য দিতে হবে।
সরকার থেকে আগেই করা হয়েছে এই নিয়ম। মহার্ঘ্য ভাতার হিসাব মহার্ঘ ভাতার পরিমাণ বর্তমান ডিএ ও মূল বেতনের হারকে গুণ করার ভিত্তিতে গণনা করা হয়।
ডিএ গণনার পরিবর্তনের পরে জুলাই মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হতে পারে বলে খবর। AICPI সূচকের পরিসংখ্যান দেখলে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধির উপহার দিতে পারে সরকার।
যদিও কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, সরকার মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়াতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -