Tax On New Car: নতুন দুই বা চারচাকার গাড়ি কিনলে কত ট্যাক্স দিতে হবে, দেখুন যানবাহনে কত GST
আপনি যদি দুই চাকার বা অন্য কোনও গাড়ি বা অন্য যান কিনতে যাচ্ছেন, তাহলে তার জিএসটি অর্থাৎ এর উপর কর সম্পর্কে জানা উচিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাড়ির মোট খরচে আপনাকে কত GST (গাড়ির উপর GST) দিতে হবে ? আপনি যদি নতুন যান (পেট্রোল, ডিজেল, সিএনজি, বৈদ্যুতিক হাইব্রিড), বাণিজ্যিক যানবাহন, তিন চাকার গাড়ি বা যে কোনও দুই চাকার গাড়ি কেনেন তাহলে আপনাকে এর দামের ২৮ শতাংশ জিএসটি (যানবাহনের উপর জিএসটি) দিতে হবে। বৈদ্যুতিক গাড়িতে মাত্র ৫ শতাংশ জিএসটি দিতে হবে।
যাত্রীবাহী গাড়ি (পেট্রোল, সিএনজি, এলপিজি) যার দৈর্ঘ্য ৪ মিটারের কম এবং এর ইঞ্জিন ক্ষমতা ১২০০সিসি-র কম, তার উপর ১ শতাংশ অতিরিক্ত ক্ষতিপূরণ সেস আরোপ করা হয়। অর্থাৎ, আপনাকে মোট ২৮ শতাংশ জিএসটি + ১ শতাংশ সেস = ২৯ শতাংশ মোট ট্যাক্স দিতে হবে।
যদি যাত্রীবাহী গাড়িটি ডিজেল ভিত্তিক হয় এবং এর দৈর্ঘ্য ৪ মিটারের কম হয়, তাহলে এর ইঞ্জিন ক্ষমতা ১৫০০সিসি-র কম। তাই ওই নতুন গাড়ির ওপর ৩ শতাংশ অতিরিক্ত ক্ষতিপূরণ সেস ধার্য করা হয়েছে। অর্থাৎ, আপনাকে মোট ২৮ শতাংশ জিএসটি + ৩ শতাংশ সেস = ৩১ শতাংশ মোট ট্যাক্স দিতে হবে।
যদি যাত্রীবাহী গাড়ির দৈর্ঘ্য ৪ মিটারের বেশি হয় এবং ইঞ্জিন ক্ষমতা ১৫০১সিসি-এর কম হয়, তাহলে এই গাড়ির উপর ১৭ শতাংশ সেস দিতে হবে। অর্থাৎ, আপনাকে মোট ২৮ শতাংশ জিএসটি + ১৭ শতাংশ সেস = ৪৫ শতাংশ কর দিতে হবে।
আপনি যদি একটি বড় যাত্রীবাহী গাড়ি নেন যার দৈর্ঘ্য ৪ মিটারের বেশি এবং ইঞ্জিন ক্ষমতা ১৫০০সিসি-র বেশি, তাহলে আপনাকে ২০ শতাংশ সেস দিতে হবে। অর্থাৎ ২৮ শতাংশ জিএসটি + ২০ শতাংশ সেস = ৪৮ শতাংশ কর দিতে হবে।
আপনি যদি ৩৫০ সিসি-র উপরের রেঞ্জের একটি বাইক বা টু হুইলার কেনেন, তাহলে আপনাকে ৩ শতাংশ সেসও দিতে হবে। অর্থাৎ ২৮ শতাংশ জিএসটি + ৩ শতাংশ সেস = ৩১ শতাংশ কর দিতে হবে।
হাইব্রিড গাড়ি নিলে ১৫ শতাংশ সেস (গাড়ির ওপর ট্যাক্স) দিতে হবে। অর্থাৎ ২৮ শতাংশ জিএসটি + ১৫ শতাংশ সেস = ৪৩ শতাংশ কর দিতে হবে।
আপনি যদি ৪ মিটারের চেয়ে বড় একটি SUV (গাড়িতে জিএসটি) কিনেন, যার ইঞ্জিন ১৫০০সিসি-এর থেকে বেশি শক্তিশালী এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৯এমএম-এর বেশি, তাহলে এই যানবাহনগুলি ২২ শতাংশ সেস।
অর্থাৎ ২৮ শতাংশ জিএসটি + ২২ শতাংশ সেস = ৫০ শতাংশ কর দিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -